TRENDING:

India vs Saudi Arabia: ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ সৌদি আরব, কোথায়, কখন দেখবেন শেষ ষোলর ম্যাচ

Last Updated:

India vs Saudi Arabia: ভারত বনাম সৌদি আরব হুয়ানলং স্পোর্টস সেন্টারে খেলা হবে৷ ২৮ সেপ্টেম্বরে হুয়ানঝুতে এই খেলা হবে৷ খেলার সময় ৫ টায় খেলা হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : এশিয়ান গেমসের শেষ ষোলয় অর্থাৎ নকআউটের প্রথম খেলায় কঠিন প্রতিপক্ষ৷ ভারত বনাম সৌদি আরব লড়াই ঘিরে আশা-নিরাশার দোলাচল৷ ২৮ সেপ্টেম্বর হুয়ানলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে খেলা হবে প্রি কোয়ার্টার ফাইনালের৷ হাংঝাউয়ে ফের একবার নিজেদের প্রমাণ করার লক্ষ্যে মাঠে নামবে ইগর স্টিম্যাচের ছেলেরা৷ ভারত বনাম সৌদি আরব ম্যাচ নিয়ে জোর ভাবনা৷
এশিয়ান গেমসে ভারত বনাম সৌদি আরব - Photo Courtesy- X
এশিয়ান গেমসে ভারত বনাম সৌদি আরব - Photo Courtesy- X
advertisement

শেষ ষোলয় ভারতের বিরুদ্ধে সৌদি আরব খেলার আগে যা খেলা দেখিয়েছে তাতে তারা এবারের এশিয়ান গেমসের অন্যতম সেরা দল৷ বি গ্রুপে তারা ছাড়া ছিল ইরান, ভিয়েতনাম ও মঙ্গোলিয়া৷ ইরানের বিরুদ্ধে ০-০ ড্র করলেও মঙ্গোলিয়াকে ৩-০ গোলে, ভিয়েতনামকে ৩-১ গোলে হারিয়েছিল সৌদি আরব৷

নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ইগর স্টিম্যাচ নিজের অনুভূতি তুলে ধরেছেন৷ নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘বিমানবন্দরে ঘুমনো থেকে চিনের পার্কে রিকভারি সেশন , আমি ব্যক্তিগতভাবে প্লেয়াদের অ্যাপ্রিশিয়েট করতে চাই৷ যারা এসেছে এশিয়ান গেমস খেলতে৷ এরা সকলেই পেশাদার এই ছেলেরা তাই করছে যা তাদের দেশকে গর্বিত করে৷ সব প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে নিজেদের প্রাথমিক লক্ষ্য পূরণ করছে৷ শেষ ষোলয় পৌঁছনোর জন্য এঁদের ভালবাসা ও প্রশংসা৷ ’’

advertisement

লাইভ স্ট্রিমিংয়ের তথ্য

এশিয়ান গেমসে রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে ভারত বনাম সৌদি আরব কোথায়, কখন খেলবে?

ভারত বনাম সৌদি আরব হুয়ানলং স্পোর্টস সেন্টারে খেলা হবে৷ ২৮ সেপ্টেম্বরে হুয়ানঝুতে এই খেলা হবে৷ খেলার সময় ৫ টায় খেলা হবে৷

রাউন্ড অফ সিক্সটিনে ভারত বনাম সৌদি আরব ম্যাচ খেলা দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে৷

advertisement

লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

রাউন্ড অফ সিক্সটিন ম্যাচ ভারত বনাম সৌদি আরব ম্যাচের স্ট্রিমিং দেখা যাবে সনি লিভ অ্যাপ বা ওয়েবসাইটেও৷

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Saudi Arabia: ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ সৌদি আরব, কোথায়, কখন দেখবেন শেষ ষোলর ম্যাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল