শেষ ষোলয় ভারতের বিরুদ্ধে সৌদি আরব খেলার আগে যা খেলা দেখিয়েছে তাতে তারা এবারের এশিয়ান গেমসের অন্যতম সেরা দল৷ বি গ্রুপে তারা ছাড়া ছিল ইরান, ভিয়েতনাম ও মঙ্গোলিয়া৷ ইরানের বিরুদ্ধে ০-০ ড্র করলেও মঙ্গোলিয়াকে ৩-০ গোলে, ভিয়েতনামকে ৩-১ গোলে হারিয়েছিল সৌদি আরব৷
নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ইগর স্টিম্যাচ নিজের অনুভূতি তুলে ধরেছেন৷ নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘বিমানবন্দরে ঘুমনো থেকে চিনের পার্কে রিকভারি সেশন , আমি ব্যক্তিগতভাবে প্লেয়াদের অ্যাপ্রিশিয়েট করতে চাই৷ যারা এসেছে এশিয়ান গেমস খেলতে৷ এরা সকলেই পেশাদার এই ছেলেরা তাই করছে যা তাদের দেশকে গর্বিত করে৷ সব প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে নিজেদের প্রাথমিক লক্ষ্য পূরণ করছে৷ শেষ ষোলয় পৌঁছনোর জন্য এঁদের ভালবাসা ও প্রশংসা৷ ’’
লাইভ স্ট্রিমিংয়ের তথ্য
এশিয়ান গেমসে রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে ভারত বনাম সৌদি আরব কোথায়, কখন খেলবে?
ভারত বনাম সৌদি আরব হুয়ানলং স্পোর্টস সেন্টারে খেলা হবে৷ ২৮ সেপ্টেম্বরে হুয়ানঝুতে এই খেলা হবে৷ খেলার সময় ৫ টায় খেলা হবে৷
রাউন্ড অফ সিক্সটিনে ভারত বনাম সৌদি আরব ম্যাচ খেলা দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে৷
লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
রাউন্ড অফ সিক্সটিন ম্যাচ ভারত বনাম সৌদি আরব ম্যাচের স্ট্রিমিং দেখা যাবে সনি লিভ অ্যাপ বা ওয়েবসাইটেও৷