আট বছর আগে ফাইনালে উঠেও স্বপ্ন পূর্ণ হয়নি ব্রাজিলের মাটিতে। এশিয়ার মাটিতে আর্জেন্টিনা এবং মেসির স্বপ্ন পূরণ হয় কিনা সেটা সময় বলবে।বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মতো স্ত্রী-বান্ধবীরাও অপেক্ষা করে আছে সেই মহেন্দ্রক্ষণের জন্য। যদিও ফ্রান্সের বিপক্ষে ফাইনালে কাজটা সহজ হবে না। তবু পরিকল্পনা সেরে রাখতে দোষ কী?
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে কী করবেন- তা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসিদের সঙ্গীনীরা। সোশ্যাল সাইটে দেখা গেছে তাদের গ্রুপ ছবি। সেই ডিনারে সবাই থাকলেও মেসি পত্নী আন্তোনেল্লা রোকুজ্জো আর রদ্রিগো দি পলের প্রেমিকা স্তোয়েসেল ছিলেন না! তারা কেন ছিলেন না তা এখনও জানা যায়নি।
advertisement
তবে ডিনার পার্টিতে একটা 'গুরুত্বপূর্ণ' সিদ্ধান্ত নিয়েছেন মেসিদের স্ত্রী-বান্ধবীরা। আর তা হল, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সবাই নিজেদের শরীরে ট্যাটু আঁকবেন। এক টিভি অনুষ্ঠানে খবরটি দিয়েছেন লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গী মুরি লোপেজ। তবে কী ট্যাটু আঁকা হবে- সেটা এখনও নির্ধারণ করা হয়নি।
সেই ডিনার পার্টিতে অনেকেই অনেক রকমের প্রস্তাব দিয়েছেন। কেউ চেয়েছে ট্রফির ছবি আঁকতে, কেউ চেয়েছে ফাইনালের তারিখ আবার কেউ মধ্যপ্রাচ্যের বিশ্বকাপ স্মরণীয় রাখতে আরবি ভাষায় কিছু একটা আঁকার প্রস্তাব দিয়েছেন। তবে পুরোটাই এখন ভাবনার পর্যায়ে রয়েছে। কারণ ফুটবলাররা প্রত্যেকেই মরিয়া চ্যাম্পিয়ন হতে।
বিশ্বকাপ ছাড়া তাদের লক্ষ্য অন্য কিছুতে নেই। ফ্রান্স পরপর দুবার বিশ্বকাপ জয় করে ইতিহাস তৈরি করতে মরিয়া। আর্জেন্টিনাকে জিততে গেলে নিজেদের জীবন দিয়ে দিতে হবে মাঠে। শারীরিক শক্তিতে এগিয়ে ফরাসিরা। তবুও আর্জেন্টিনা স্বপ্ন দেখছে।