TRENDING:

স্বপ্নভঙ্গ রোনাল্ডোর পর্তুগালের, স্পেনের কাছে শেষ মুহূর্তে হেরে বিদায় নেশনস লিগে

Last Updated:

Alvaro Morata last moment goal gives Spain victory over Portugal in Nations League. স্বপ্নভঙ্গ রোনাল্ডোর পর্তুগালের, স্পেনের কাছে শেষ মুহূর্তে হেরে বিদায় নেশনস লিগে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পর্তুগাল - ০
গোলের সুযোগ নষ্ট করে হতাশ সিআর সেভেন
গোলের সুযোগ নষ্ট করে হতাশ সিআর সেভেন
advertisement

স্পেন - ১

( মোরাটা )

#ব্রাগা: খেলল পর্তুগাল, জিতল স্পেন। ড্র করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হতো পর্তুগালের। সে লক্ষ্য পূরণে ফার্নান্দো স্যান্টোসের দল কম সুযোগ পায়নি। কিন্তু সুযোগ নষ্টের খেসারত দিতে হল ক্রিস্টিয়ানো রোনালদোদের। শেষ দিকে সুযোগ কাজে লাগিয়ে স্পেনই উঠেছে নেশনস লিগে চার দলের শিরোপা লড়াইয়ে। ব্রাগায় পর্তুগালকে ১–০ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালসে উঠেছে লুইস এনরিকের দল।

advertisement

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো নেশনস লিগে চূড়ান্ত চার দলে নাম লেখাল স্পেন। ৮৮ মিনিটে স্পেনকে জয়সূচক গোলটি এনে দেন স্ট্রাইকার আলভারো মোরাতা। লিগ এ গ্রুপ ২ থেকে শীর্ষস্থান দখল করতে জয় দরকার ছিল স্পেনের। বদল হয়ে নামা নিকো উইলিয়ামসের হেড থেকে গোল করে দলকে জয় এনে দেন মোরাতা।

আগামী বছর জুনে চূড়ান্ত চার দলের শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে। সেমিফাইনালসে ওঠা বাকি তিন দল—ক্রোয়েশিয়া, ইতালি ও নেদারল্যান্ডস। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষেও স্পেন। ৮৮ মিনিটে দারুণ ক্রস থেকে বক্সে বল ফেলেন স্পেন ডিফেন্ডার দানি কারবাহল। সেখান থেকে নিকোর হেড এবং বল পেয়ে যান মোরাতা। গোল করে পর্তুগিজ সমর্থকে টুইটম্বুর স্টেডিয়াম চুপ করিয়ে দেন মোরাতা।

advertisement

অথচ প্রায় পুরো ম্যাচেই স্পেনের চেয়ে ভাল ফুটবল খেলেছে পর্তুগাল। শেষ দিকে বদলি খেলোয়াড়েরা স্পেনকে ম্যাচে ফিরিয়ে আনেন। একাদশে মোট সাতটি পরিবর্তন আনেন এনরিকে। কিন্তু প্রথমার্ধে দল ভালো খেলেনি। বিরতির পর কোচ এনরিকে চারজন বদলি খেলোয়াড় মাঠে নামানোর পর আড়মোড়া ভাঙতে শুরু করে স্পেন।

৭০ মিনিটে মোরাতার সৌজন্যে ম্যাচে পর্তুগালের গোলপোস্ট তাক করে প্রথম শটটি নিতে পেরেছে একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পর্তুগালের জন্য রাতটি হতাশার। ৩২ মিনিটেই এগিয়ে যেতে পারত স্বাগতিকেরা। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দিওগো জোতার শট এক হাতে সেভ করেন স্পেন গোলকিপার উনাই সিমোন।

advertisement

৫ মিনিট পরই ফার্নান্দেজের কোনাকুনি শট একটুর জন্য স্পেনের পোস্টের ভেতর ঢোকেনি। ব্রাগা মিউনিসিপ্যাল স্টেডিয়ামে গ্যালারির দর্শকেরা ভেবেছিলেন গোল! বিরতির পর রোনালদোর শটও রুখে দেন সিমোন। পর্তুগাল কোচ হারে অবশ্য হতাশ হননি।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে মানবিকতার উষ্ণ পরশ! ভবঘুরেদের জন্য ডানলপে খোল হল 'মানবতার দেওয়াল'
আরও দেখুন

কাতার বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ভালো হচ্ছে এবং পর্তুগালকে ‘বিশ্বকাপে অন্যতম ফেবারিট’ বলেই মনে করেন স্যান্টোস। জয়ের পর স্পেন কোচ এনরিকের ভাষ্য, পর্তুগাল খুব উঁচু মানের দল। প্রথমার্ধে আমরা বল দখলে রেখেছি, বিরতির পর যেভাবে খেলেছি, তাতে গোল আসতই। আবারও শেষ চারে উঠতে পারাটা দারুণ ব্যাপার।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
স্বপ্নভঙ্গ রোনাল্ডোর পর্তুগালের, স্পেনের কাছে শেষ মুহূর্তে হেরে বিদায় নেশনস লিগে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল