এবার বিশ্বকাপে অন্যতম ফেভারিট ফ্রান্স। অনেকেই পোগবা-গ্রিজম্যানদের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন। শনিবার ফ্রান্সের সামনে অস্ট্রেলিয়া। ঐতিহ্যের শহর বলে পরিচিত কাজান। ২০১৩ সালে তৈরি হয় এই স্টেডিয়ামটি। প্রথম ম্যাচে শামুকে পা কাটার রেকর্ড আগেও আছে পোগবাদের। সকারুজের বিরুদ্ধে তাই সাবধানে পা ফেলতে চায় ব্লুজ।
-১৬ জুন ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া
advertisement
-দুপুর সাড়ে ৩টে থেকে শুরু খেলা
-আসনসংখ্যা ৪৫ হাজার ৩৭৯
-২০১৭ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ
তারুণ্য ও স্কিলের অভাব নেই দিদিয়ের দেশঁর দলে। ভরসা জোগাচ্ছেন গ্রিজম্যান, পোগবারা। এমব্যাপের চোট খানিকটা চিন্তায় ফেললেও ঐতিহ্যের শহরে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য লে ব্লুজ’দের।
With just a couple of days to go till our opening match with @Socceroos on Saturday (12.00 CET kick-off), Les Bleus held a closed-door training session that featured some top saves from @AreolaOfficiel!