TRENDING:

গার্লফ্রেন্ডদের ঘরে নিয়ে আসবে, নির্দেশ ছিল সলমনের বাবার !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সলমন খান ৷ বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর ৷ ৫২ বছর বয়সেও তিনি বিয়ের পথে হাঁটেননি ৷  উল্টে তাঁর নামে কেচ্ছা বা গসিপ সব থেকে বেশি ৷ সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কাইফ, তাঁর বান্ধবীর লিস্ট অনেক লম্বা ৷ মাঝে আবার ঐশ্বর্যের সঙ্গে তাঁর প্রেম নিয়ে ধুন্ধুমার ঘটে গিয়েছিল ৷ তাই নিয়ে কতই না গুঞ্জন ৷ এ পথ সে পথ ঘুরে সলমন এখনও থিতু হননি প্রেমে ৷ বিয়ে তো দূরের কথা ৷ এখন আবার তাঁর নাম জড়িয়েছে রোমানিয়ার ইউলিয়া ভান্তুরের সঙ্গে ৷ কবে বিয়ে করবেন তিনি ? এই প্রশ্ন করতে করতে সকলে এখন হাঁপিয়ে গিয়েছে ৷
advertisement

আরও পড়ুন অভিনয় জগতে পা রেখেই প্রবল ট্রোলিংয়ের মুখে পড়লেন মীরা রাজপুত

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে বরাবরি প্রেমের ব্যাপারে তিনি সাহসী ! প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়-র থিওরি মেনে চলেন সলমন ৷ আর এটা তাঁকে শিখিয়েছিলেন তাঁর বাবা সেলিম খান ! বাবাই বলেছিলেন যাঁকে ভালবাসো, তাঁকে নিয়ে পার্ক বা রাস্তায় ঘোরাঘুরি না করে, বাড়িতে নিয়ে আসতে ৷ বাড়িতেই তাঁর সঙ্গে সময় কাটাতে বলেছিলেন সলমনের বাবা ৷ তাই তো প্রেমে পড়লেই একেবারে প্রেমিকাকে নির্দ্বিধায় বাড়িতে নিয়ে আসতেন ৷ এখন বুঝতে পারছেন তো কেন ঘনঘন ক্যাটরিনা বা ইউলিয়াকে সলমনের বাড়িতে দেখা যায় ৷ বাড়িতেই খোশ মেজাজে সময় কাটাতে পারেন যে !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
গার্লফ্রেন্ডদের ঘরে নিয়ে আসবে, নির্দেশ ছিল সলমনের বাবার !