বিশ্বকাপ উপলক্ষে সারা বিশ্বের ফুটবল প্রেমী পর্যটক এখন ভিড় জমিয়েছেন রাশিয়ায় । তাদের জন্য বিশ্বকাপ চলাকালীন মেসি, সালাহ'র মোজেইক রাখা থাকবে কাজান এরিনাতে । বিশ্বকাপের ৬টি ম্যাচ খেলা হবে এই কাজান এরিনাতেই ।
প্রিয় তারকাদের মোজেইক বানাতে নিজের হাতে পাথর বেছেছেন অ্যানা । তবে শুধু নিজের পছন্দ বলে নয়, দর্শকদের কথাও মাথায় রেখেছেন অ্যানা । এবারের বিশ্বকাপে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মেসি, সালাহ । তাই নিজের সৃষ্টিতেই এই দুই তারকাকেই তুলে ধরেছেন অ্যানা ।
advertisement
advertisement
Location :
First Published :
June 15, 2018 2:01 PM IST