TRENDING:

ফের দেশজুড়ে এটিএমে নোটের খরা, কী বলছে RBI?

Last Updated:

ফের দেশজুড়ে এটিএমে নোটের খরা, কী বলছে RBI?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ৮ নভেম্বর ২০১৬। তারপর কেটে গিয়েছে ১৮ মাস। আবারও নোটবাতিলের স্মৃতি উসকে আতঙ্ক বাড়াল মঙ্গলবার। ফের দেশ জুড়ে এটিএমে নোটের আকাল ৷ এটিএমে কার্ড ঢুকিয়ে মিলছে না নোট। ব্যাঙ্কেও হাত তুলে দিয়েছেন কর্মীরা।
advertisement

দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, বারাণসী, ভোপাল, হায়দরাবাদ-সহ বেশির ভাগ শহরে এক ছবি। কিন্তু, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে বলা হচ্ছে দেশে নগদের অভাব নেই। কী বলছে দেশের শীর্ষ ব্যাঙ্ক?

৬ এপ্রিল পর্যন্ত নগদ সরবরাহের পরিমাণ ১৮.১৭ লক্ষ কোটি টাকা। বিমুদ্রাকরণের সময়েও প্রায় একই পরিমাণ অর্থ ছিল। নগদ বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী না হলেও তার চাহিদা ক্রমবর্ধমান। সামনে উৎসব থাকায় আপাতত নগদ কম রয়েছে। তবে, ২-১ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।

advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও পরিস্থিতির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি ট্যুইটে জানিয়েছেন, দেশে নগদের অবস্থা খতিয়ে দেখছি। প্রয়োজনের তুলনায় বেশি নগদ সরবরাহের ও ব্যাঙ্কে রয়েছে। কিছু এলাকায় হঠাৎ নগদ বৃদ্ধির কারণে এই সাময়িক সমস্যা হয়েছে। খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন জেটলি।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

নিউজ 18 বাংলাকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী শিবপ্রকাশ শুক্লাও পরিস্থিতি খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফের দেশজুড়ে এটিএমে নোটের খরা, কী বলছে RBI?