TRENDING:

মলত্যাগ করতে চাই, কমোডে বসে বললেন রাখি সওয়ান্ত, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তিনি রাখি সাওয়ান্ত ৷ তার নামের সঙ্গেই যেন জড়িয়ে থাকে বিতর্ক শব্দটা ৷ বিতর্ক আর রাখিকে অনেক চেষ্টা করেও আলাদা করা যাবে না, এটুকু নিশ্চিত ৷ তিনি ড্রামা ক্যুইন ৷ মুখ খুললেই একাধিক বিতর্কের ঝড় আছড়ে পড়বেই ৷ এবার অবশ্য নিজের বাকি সমস্ত বিতর্ককেও ছাড়িয়ে গেলেন রাখি ৷ কারণ এবার তিনি যে কাণ্ডটি করেছেন তা দেখলে সকলেরই চোখ কপালে উঠবে ৷ সম্প্রতি কমোডে বসে মলত্যাগের চেষ্টা করতে করতে ভিডিও করেছেন রাখি ৷ শুধু তাই নয় ভিডিওটি শেয়ারও করেছেন স্যোশ্যাল মিডিয়ায় ৷ সেখানে রাখি বলছেন, ‘‘আমার পটি হচ্ছে না ৷ পেট থেকে পটি বেরচ্ছে না ৷’’ পাশাপাশি জনপ্রিয় বক্সার মাইকি টাইসনকেও প্রেম নিবেদন করেছেন তিনি ৷ রাখি বলছেন, মাইকি এলেই একমাত্র তাঁর পটি হবে ৷ সে জন্য মাইকিকে তাড়াতাড়ি আসার অনুরোধও জানিয়েছেন তিনি ৷ এই তো কিছুদিন আগেই নিজের স্তনযুগল দান করার কথা বলেছিলেন তিনি ৷ বলেছিলেন, ঐশ্বর্য রাই বচ্চনকে তাঁর খুব ভাল লাগে ৷ ঐশ্বর্য চোখ দান করেছেন ৷ তাই নিজের স্তন যুগল দান করতে চান তিনি ৷ তবে নিন্দুকরা বলছেন, এ সবই আসলে রাখির প্রচারের আলোর থাকার একান্ত চেষ্টা ছাড়া আর কিছুই নয় ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
মলত্যাগ করতে চাই, কমোডে বসে বললেন রাখি সওয়ান্ত, দেখুন ভিডিও