রাজনাথ সিং জানিয়েছেন ভারত সেই নৃশংস ঘটনার যোগ্য জবাব দিয়েছে ৷ রাজনাথ সিং বলেছেন, ‘‘কুছ হুয়া হ্যায়,ম্যায় বাতাউঙ্গা নেহি ঠিকঠাক হুয়া হ্যায় ৷ বিশ্বাস রাখনা ঠিক ঠাক হুয়া হ্যায় দো তিন দিন পহেলে ৷ আউর আগে ভি দ্যাখিয়ে কেয়া হোগা৷’’
যার মানে কিছু একটা হয়েছে দু-তিন দিন আগে যেটা রাজনাথ সিং বিস্তারিত ভাবে বলবেন না ৷ কিন্তু যেটা হয়েছে সেটা ঠিকঠাক হয়েছে ৷ আর সামনেও আরও হবে ৷ শুক্রবার উত্তরপ্রদেশের মুজফফরনগরে একটি শহীদ ভগত সিংয়ের মূর্তি উন্মোচনের সময় এ কথা জানিয়েছেন রাজনাথ সিং ৷
advertisement
সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে নরেন্দ্র সিংয়ের মৃত্যুর প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজনাথ সিং ৷
আরও পড়ুন - নিক-প্রিয়াঙ্কার ভিডিও কলিংয়ের ছবি প্রকাশ্যে, সোশ্যাল মিডিয়ায় হইচই
তিনি আরও বলেছেন ,‘‘পাকিস্তান ইজ আওর নেইবার, লেকিন এক ভি গোলি আগর উধার সে চলি তো আপনি গোলিয়াঁ মত গিননা ৷ ’’
এমনিতেই সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষ পূর্তিতে সারা দেশে একটা দারুণ চনমনে ভাব রয়েছে ৷ সেখানে ফের রাজনাথ সিংয়ের মন্তব্যে জল্পনা চরমে তাহলে কী ইতিমধ্যেই ফের পাক জমিতে সফল হানা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী ৷