কোনও মজা বা পাবলিসিটি স্টান্ট নয় ৷ জন্মহার নিয়ন্ত্রণে এই অভিনব পদক্ষেপ নিয়েছে রাজস্থান সরকার ৷ সদ্যবিবাহিতদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ নিয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার স্বাস্থ্যমন্ত্রক ৷
খুব শীঘ্রই রাজস্থানের ১৪টি জেলায় এই কর্মসূচি শুরু করবে স্বাস্থ্যদফতর ৷ ধাপে ধাপে গোটা রাজ্যকেই এই কর্মসূচির আওতায় আনা হবে ৷ এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে পরিবার বিকাশ মিশন।
advertisement
এই মিশনের মাধ্যমে ASHA কর্মীরা ১৪ জেলায় সদ্যবিবাহিত দম্পতি এবং নববিবাহিত স্বামী-স্ত্রীর হাতে তুলে দেবে পরিবার বিকাশ মিশন কিট ৷ এই কিটের মধ্যেই থাকবে জন্মনিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী ৷ কিট ব্যাগটিতে থাকবে দুটি কন্ডোমের প্যাকেট ৷ যার প্রতিটি প্যাকেটে থাকবে তিনটি করে কন্ডোম ৷ গর্ভনিরোধক ট্যাবলেটের তিনটি পাতা ৷ সঙ্গে থাকবে ব্যবহারের সুস্পষ্ট নির্দেশিকা ৷ দুটি আপৎকালীন গর্ভনিরোধ বড়িও থাকবে ওই ব্যাগে ৷ একইসঙ্গে সরকারের পক্ষ থেকে বাড়িতে বসে প্রেগনেন্ট কিনা তা জানার দুটি কিটও দেওয়া হবে ৷
এখানেই শেষ নয় জন্মনিয়ন্ত্রণের সামগ্রী ছাড়াও নববিবাহিত স্বামী-স্ত্রীর ব্যবহারের জন্য এক জোড়া তোয়ালে, চিরুণি, টিপের পাতা, নেল কাটার ও একটি আয়নাও সরকারের তরফ থেকে উপহার হিসেবে দেওয়া হবে ওই কিট ব্যাগে ৷ থাকবে একটি হ্যান্ডবুক ৷ শারীরিক মিলন ও মিলনের সময়ের পরিচ্ছন্নতা, সন্তান ধারণের প্রয়োজনীয় তথ্য, সন্তান ধারণের সঠিক বয়স, বিয়ের কতদিন পরে সন্তান হওয়া উচিত, দুই সন্তানের মধ্যে বয়সের ব্যবধান সংক্রান্ত বহু তথ্য থাকবে ওই বইতে ৷
ভারতে জনবিস্ফোরণকে নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে এই অভিনব পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ সমীক্ষায় চিহ্নিত ভারতের জনবহুল অঞ্চলগুলিতে জন্মনিয়ন্ত্রণ নিয়ে সচেতনতা প্রসার করতে চায় সরকার ৷ রাজস্থানে এই প্রকল্প সফল হলে পরবর্তী পর্যায়ে বিহার, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের ১৪৫টি জনবহুল জেলায় এই প্রকল্প শুরু করার কথা ভাবছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷