TRENDING:

বিয়েতে এবার কন্ডোম ও গর্ভনিরোধক বড়ি উপহার দেবে সরকার

Last Updated:

শাড়ি, গয়না, কম্বল, বিছানার চাদর, ঘর সাজানোর জিনিসের পাশে এবার বিয়েতে উপহার হিসেবে শোভা পাবে কন্ডোম ও গর্ভনিরোধক বড়ি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #জয়পুর: শাড়ি, গয়না, কম্বল, বিছানার চাদর, ঘর সাজানোর জিনিসের পাশে এবার বিয়েতে উপহার হিসেবে শোভা পাবে কন্ডোম ও গর্ভনিরোধক বড়ি ৷ আজব বা অভিনব নয়, নববিবাহিত দম্পতিকে বন্ধু-বান্ধবরা মজা করে অনেক সময় এমন উপহার দিয়েই থাকেন ৷ কিন্তু এ তথ্য জানলে চমক লাগতেই পারে যে, এবার নববিবাহিতদের এই গিফট পাঠাবে স্বয়ং সরকার ৷
advertisement

কোনও মজা বা পাবলিসিটি স্টান্ট নয় ৷ জন্মহার নিয়ন্ত্রণে এই অভিনব পদক্ষেপ নিয়েছে রাজস্থান সরকার ৷ সদ্যবিবাহিতদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ নিয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার স্বাস্থ্যমন্ত্রক ৷

খুব শীঘ্রই রাজস্থানের ১৪টি জেলায় এই কর্মসূচি শুরু করবে স্বাস্থ্যদফতর ৷ ধাপে ধাপে গোটা রাজ্যকেই এই কর্মসূচির আওতায় আনা হবে ৷ এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে পরিবার বিকাশ মিশন।

advertisement

এই মিশনের মাধ্যমে ASHA কর্মীরা ১৪ জেলায় সদ্যবিবাহিত দম্পতি এবং নববিবাহিত স্বামী-স্ত্রীর হাতে তুলে দেবে পরিবার বিকাশ মিশন কিট ৷ এই কিটের মধ্যেই থাকবে জন্মনিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী ৷ কিট ব্যাগটিতে থাকবে দুটি কন্ডোমের প্যাকেট ৷ যার প্রতিটি প্যাকেটে থাকবে তিনটি করে কন্ডোম ৷ গর্ভনিরোধক ট্যাবলেটের তিনটি পাতা ৷ সঙ্গে থাকবে ব্যবহারের সুস্পষ্ট নির্দেশিকা ৷ দুটি আপৎকালীন গর্ভনিরোধ বড়িও থাকবে ওই ব্যাগে ৷ একইসঙ্গে সরকারের পক্ষ থেকে বাড়িতে বসে প্রেগনেন্ট কিনা তা জানার দুটি কিটও দেওয়া হবে ৷

advertisement

এখানেই শেষ নয় জন্মনিয়ন্ত্রণের সামগ্রী ছাড়াও নববিবাহিত স্বামী-স্ত্রীর ব্যবহারের জন্য এক জোড়া তোয়ালে, চিরুণি, টিপের পাতা, নেল কাটার ও একটি আয়নাও সরকারের তরফ থেকে উপহার হিসেবে দেওয়া হবে ওই কিট ব্যাগে ৷ থাকবে একটি হ্যান্ডবুক ৷ শারীরিক মিলন ও মিলনের সময়ের পরিচ্ছন্নতা, সন্তান ধারণের প্রয়োজনীয় তথ্য, সন্তান ধারণের সঠিক বয়স, বিয়ের কতদিন পরে সন্তান হওয়া উচিত, দুই সন্তানের মধ্যে বয়সের ব্যবধান সংক্রান্ত বহু তথ্য থাকবে ওই বইতে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভারতে জনবিস্ফোরণকে নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে এই অভিনব পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ সমীক্ষায় চিহ্নিত ভারতের জনবহুল অঞ্চলগুলিতে জন্মনিয়ন্ত্রণ নিয়ে সচেতনতা প্রসার করতে চায় সরকার ৷ রাজস্থানে এই প্রকল্প সফল হলে পরবর্তী পর্যায়ে বিহার, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের ১৪৫টি জনবহুল জেলায় এই প্রকল্প শুরু করার কথা ভাবছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক  ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিয়েতে এবার কন্ডোম ও গর্ভনিরোধক বড়ি উপহার দেবে সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল