আরও পড়ুন: জরিমানায় রেকর্ড আয় ভারতীয় রেলের
পয়লা জুন থেকে লাগেজ মাপার অভিযান শুরু করা হয় ৷ আগে বলা হয়েছিল অতিরিক্ত লাগেজ নিয়ে যাওয়া হলে ছ’গুণ জরিমানা দিতে হবে যাত্রীদের ৷ এরপরই বির্তকের ঝড় উঠে সোশ্যাল মিডিয়া জুড়ে ৷
আরও পড়ুন: ফের কমল পেট্রোল-ডিজেলের দাম, এই নিয়ে টানা ১০ দিন
advertisement
রেলের মুখপাত্র রাজেশ বাজপেয়ী জানিয়েছেন যে যাত্রীদের মধ্যে সচেতনা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ বেশি মালপত্রের জেরে বাকি যাত্রীদের কতটা সমস্যা সেই বিষয়ে সচেতনতা বাড়তেই এই পদক্ষেপ ৷
আরও পড়ুন: ডেবিট কার্ড ব্যবহারে নতুন নিয়ম স্টেট ব্যাঙ্কের !
নিয়ম অনুযায়ী, স্লিপার ও সেকেন্ড ক্লাস যাত্রীরা মে ৪০ কেজি ও ৩৫ কেজি মালপত্র যথাক্রমে নিখরচায় নিয়ে যেতে পারেন। পার্সেল অফিসে অতিরিক্ত চার্জ দিয়ে তারা সর্ব্বোচ্চ ৮০ থেকে ৭০ কেজি লাগেজ তারা নিয়ে যেতে পারবেন ৷ তবে সেটি লাগেজ ভ্যানে নিয়ে যাওয়া যাবে ৷
তবে আপাতত এই নিয়ম লাগু করা হচ্ছে না ৷