শেষ চারের লড়াইতে পিভি সিন্ধুর প্রতিপক্ষ জাপানি ওকানে ইয়ামাগুচি ৷ কোয়ার্টার ফাইনালে ৫৮ মিনিটে ম্যাচ নিজের পকেটে পুড়ে নেন হায়দরাবাদি শাটলার ৷ খেলার ফল ২১- ১৭, ২১-১৯ ৷
শুরুতে একটু ধীরে খেলছিলেন ভারতীয় তারকা ৷ প্রথম গেমে-র শুরুতেই এগিয়ে যান ওকুহারা ৷ দারুণ ছন্দে থাকা ওকুহারা প্রথমে ৫-০ ও পরে ১১-৮ এগিয়ে ছিলেন ৷ সেখান থেকে ১১-১১ করার পর ম্যাচ রাশ আর বিপক্ষের হাতে যেতে দেননি সিন্ধু ৷
advertisement
আরও পড়ুন - কোহলির ব্যাটই এজবাস্টনে ভারতের জয়ের আশা জিইয়ে রেখেছে
এদিকে মহিলা সিঙ্গলসে সিন্ধু জিতলেও পুরুষদের সিঙ্গলসে সাই প্রণীথ হেরে যাওয়ায় আর পুরুষ বিভাগে ভারতীয় প্রতিনিধি রইলেন না ৷
Location :
First Published :
August 04, 2018 9:43 AM IST