মঙ্গলবার গভীর রাতে নয়াদিল্লির ঔরঙ্গজেব লেনের বস্তিতে যান প্রিয়াঙ্কা ৷ সেখানে কথা বললেন বস্তিবাসীদের সঙ্গে ৷ বাচ্চাদের সঙ্গেও কাটালেন বেশ কিছুক্ষণ ৷ প্রিয়াঙ্কা দেখা করেন আশীষের সঙ্গে ৷ ছোট থেকেই বিশেষভাবে সক্ষম আশীষ ৷ ওই বস্তিতেই মা-বাবার সঙ্গে থাকেন আশীষ ৷
জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশীষের বাবা বলেন, ‘প্রতি দু’মাস অন্তর প্রিয়াঙ্কা গান্ধি আশীষের সঙ্গে দেখা করতে আসেন ৷ আশীষের চিকিৎসার যাবতীয় খরচ গত তিন-চার বছর ধরে প্রিয়াঙ্কাই দেন ৷’
advertisement
গতকালই রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক হয় প্রিয়াঙ্কা গান্ধির ৷ কংগ্রেস সদর দফতরে বসানো হয়েছে প্রিয়াঙ্কার নেমপ্লেট ৷ প্রিয়াঙ্কার পাশের ঘরটিতেই বসেন রাহুল গান্ধি ৷
প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে উত্তরপ্রদেশের মত রাজ্যের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কাকে ৷ রাজনৈতিক মহলের মতে, প্রিয়াঙ্কাকে দায়িত্ব দিয়ে বিজেপির অন্যতম মুখ তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কংগ্রেস ৷