গতকাল মুম্বইয়ে প্রিয়াঙ্কার বাড়িতেই বসছিল অনুষ্ঠানের আসর ৷ খুব ছিমছামভাবে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু আর পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি সেলিব্রেট করছেন নিয়াঙ্কা ৷ খাঁটি পঞ্জাবী রীতি মেনেই এদিন রোকা হয় তাঁদের ৷ উজ্জ্বল হলুদ সালওয়ারে সেজেছিলেন ‘কাশীবাঈ’ ৷ অন্যদিকে বিদেশি জামাইয়ের পরনেও ছিল সাদা কুর্তা-পাজামা ৷ আমেরিকা থেকে এসেছিলেন নিকের বাবা-মাও ৷ আগাগোড়া ইন্ডিয়ান এথনিকে সেজেছিলেন তাঁরাও ৷
advertisement
আরও পড়ুন: প্রিয়াঙ্কার পছন্দ করা পোশাকেই রোকা দেখলেন হবু শাশুড়ি-শ্বশুর, চিনে নিন তাঁদের
সকালের অনুষ্ঠানের পর রাতেও ছিল ডিনার পার্টি ৷ নায়িকার বলিউডের বন্ধুরা যোগ দিয়েছিলেন সেই পার্টিতে ৷ পিচ রঙা মিডি ড্রেসে সেজেছিলেন নায়িকা ৷ জিনস টি-শার্টে নিক ছিলেন খুবই ক্যাজুয়াল ৷ আর সেই পার্টিতেই ‘নতুন বাবা’ পল কেভিন জোনসের গালে চুমু খেতে দেখা গেল পিগি চপসকে ৷ মা ডেনিস মিলারের গালে চুমু খেলেন নিক ৷ সেই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
