TRENDING:

বিয়ে নিয়ে সমস্যায় জড়াতে পারেন দীপিকা ও প্রিয়াঙ্কা, জানুন কীভাবে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে যেন বিয়ের ধুম পড়েছে ৷ প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার দীপিকা-রণবীরও বিয়ের ঘোষণা করেছেন ৷ নভেম্বরের ১৪-১৫ তারিখ বিয়ের দিন ঠিক হয়েছে ৷ বিয়ে হচ্ছে ইতালির লেক কোমোয় ৷ এত অবধি সব ঠিকই ছিল ৷ কিন্তু দেশে ফিরে যেই পার্টি দেবেন তাঁরা তা নিয়েই তো গোল বাধছে প্রিয়াঙ্কার সঙ্গে ৷
advertisement

প্রিয়াঙ্কার সঙ্গে দীপিকা-রণবীরের সম্পর্ক খুবই মধুর ৷ বাজিরাওয়ের কাশীবাঈ তাই খুবই খুশী মস্তানির আগমনে ৷ যেদিন বিয়ের পোস্ট করেছিলেন দীপিকা-রণবীর, সেদিনই সোশ্যাল মিডিয়ায় দুজনকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু তারপরও কেন এমনভাবে একে অপরের সঙ্গে গোল বাধালেন ?

দীপিকা-রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা ৷ Photo Courtesy: Instagram

advertisement

বলিউডের দুটি বড় বিয়ে ৷ দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক ৷ ১৪-১৫ নভেম্বর বিয়ে হচ্ছে দীপিকাদের ৷ ১ তারিখ মুম্বই হায়াতে হবে গ্র্যান্ড পার্টি ৷ আর প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হবে ২রা নভেম্বর, যোধপুরে ৷ বিয়ে দিন ও সময় একেবারে একই সঙ্গে হচ্ছে বলেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর ৷ এতেই হতে পারে মুশকিল ৷ দীপিকা-প্রিয়াঙ্কার বিয়ের অতিথি তালিকায় অনেকেই থাকবেন যাদের দুটি বিয়েতেই হাজির থাকতে হবে ৷ তাতেই হয়ত কিছুটি সমস্যা তৈরি হবে, এমনই মত অনেকের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

আরও পড়ুন মুখে হাল্কা দাড়ি, লম্বা চুল, তিনি কি পুরুষ নাকি নারী? দেখুন ছবি

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে নিয়ে সমস্যায় জড়াতে পারেন দীপিকা ও প্রিয়াঙ্কা, জানুন কীভাবে