আজব-গজব ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে। আর যিনি এই কাজটা করেছেন, তিনি ওই দেশের নারী কল্যাণমন্ত্রী তথা সহকারি পরিবহনমন্ত্রী জুলি অ্যানি জেন্টর ! জুলির এহেন পদক্ষেপে গোটা দেশে সাড়া পড়ে গিয়েছে!
প্রায় ১ কিলোমিটার সাইকেল চালিয়ে জুলি পৌঁছান অকল্যান্ড সিটি হাসপাতালে। তারপর, নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির কথা শেয়ার করেন। আর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল ! কিন্তু সবার মনে একটাই প্রশ্ন... হঠাৎ কেন এমনটা করলেন? সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কৌতূহলের সমাধান করলেন জুলি। জানালেন, '' বেশ রোমাঞ্চকর মনে হয়েছে বলেই এভাবে হাসপাতালে এসেছি !''
advertisement
Location :
First Published :
August 20, 2018 3:44 PM IST