TRENDING:

NRS-এ কুকুর ছানাদের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১৬টি কুকুর ছানাকে পিটিয়ে ‘খুন’ ৷ তারপর বর্জ্য ফেলার প্লাস্টিকে মুড়ে ভরদুপুরে এনআরএস হাসপাতাল চত্বরেই ফেলে দেওয়া হয় ৷ নৃশংসতার এমন নমুনা দেখে শিউরে উঠছেন অনেকেই। মা-কুকুরশাবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও সোমবার সকালে তারও মৃত্যু হয় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এন্টালি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হল ৷
advertisement

আরও পড়ুন: NRS কুকুর শাবক নিধন কাণ্ডে দোষীদের কড়া শাস্তির সুপারিশ

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে পশুদের মারধর ও তথ্য লোপাটের ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ইতিমধ্যেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কুকুর নিধনের এই ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করেছে এনআরএস কর্তৃপক্ষ ৷ ভিডিও ফুটেজে দেখানো জায়গা চিহ্নিতকরণ করা হয়েছে ইতিমধ্যেই ৷ এনআরএসের সেই সিসিটিভি ফুটেজ দেখবে পুলিশও ৷ সন্দেহভাজন মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

advertisement

ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে ৷ গতকাল দেড়টা নাগাদ হাসপাতাল চত্বরে সাদা বস্তা নিয়ে আসেন দুই মহিলা ৷ বস্তার মধ্যেই কালো প্লাস্টিকে মোড়া ছিল ১৬টি কুকুর শাবকের দেহ ৷ ওই দুই মহিলা হাসপাতালের সেন্টিনারি বিল্ডিংয়ের সামনে প্লাস্টিকগুলি ফেলে দেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে, এনআরএসে মৃত কুকুরছানাদের ময়নাতদন্তের জন্য বেলগাছিয়া পশু হাসপাতালে পাঠানো হয়েছে মৃত কুকুর শাবকদের দেহ ৷ শুধুমাত্র লাঠি দিয়েই পিটিয়েই খুন করা হয়েছে নাকি বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছে ? সেটিও খতিয়ে দেখা হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
NRS-এ কুকুর ছানাদের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের