বন্ধুত্বকে কেন্দ্র করেই পরিচালক মুরারী রক্ষিতের ছবি 'রিইউনিয়ন'। কয়েকজন বন্ধুর সম্পর্ক, সম্পর্কের টানাপোড়েন নিয়েই ছবির চিত্রনাট্য। রয়েছে বন্ধুত্বের নানা রূপ, বিভিন্ন সময়ে বদলে যাওয়া বন্ধুত্বের সংজ্ঞা। রয়েছে নানান গিঁট, যা সময়ের সঙ্গে সঙ্গে, ছবির পরতে পরতে খুলতে থাকে। শহরের বিভিন্ন প্রান্তে চুটিয়ে চলছে শুটিং।
ছবিতে রাইমাকে দুটো ভিন্ন বয়সে দেখা যাবে। পরম, রাইমার পাশাপাশি রয়েছেন সায়নী ঘোষ, ইন্দ্রাশিষ, সৌরভ, অনিন্দিতা ও সমদর্শী। মিউজিক করছেন জয় সরকার। সব ঠিক থাকলে পুজোর আগেই মুক্তি পাবে ছবি।
advertisement
Location :
First Published :
Jun 01, 2018 12:48 PM IST
