TRENDING:

Independence Day 2022 : মহাকাশের মহাশূন্যে উড়ল ভারতের জাতীয় পতাকা, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Independence Day 2022 : নীল পটভূমিতে উজ্জ্বল ত্রিবর্ণ পতাকার ছবি এখন ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে মহাকাশের মহাশূন্যে উড়ল ভারতের জাতীয় পতাকা ৷ পৃথিবী থেকে ৩০ কিমি উপরে দেখা গেল ত্রিবর্ণরঞ্জিত পতাকাকে৷ আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে এই উদ্যোগ স্পেস কিডজ ইন্ডিয়া-র ৷ সংস্থার তরফে বেলুনে জাতীয় পতাকা পাঠানো হয়েছিল পৃথিবীর ৩০ কিমি উপরে৷ নীল পটভূমিতে উজ্জ্বল ত্রিবর্ণ পতাকার ছবি এখন ভাইরাল ৷ এই স্পেস কিডজ ইন্ডিয়া নিজেদের দাবি করে এমন এক সংস্থা বলে যারা দেশের জন্য নবীন বিজ্ঞানী তৈরি করে৷
নীল পটভূমিতে উজ্জ্বল ত্রিবর্ণ পতাকার ছবি এখন ভাইরাল
নীল পটভূমিতে উজ্জ্বল ত্রিবর্ণ পতাকার ছবি এখন ভাইরাল
advertisement

সংস্থার তরফে ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যাচ্ছে নীল পৃথিবীর উপর নীল মহাশূন্যে উড়ছে দেশের জাতীয় পতাকা ৷ পটভূমিতে বাজছে ‘বন্দে মাতরম্’-এর সুর ৷ এই পদক্ষেপ ছিল দেশের স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উদযাপন৷ দেশের স্বাধীনতা লাভের ৭৫ বছর উদযাপনের স্মারক হয়ে রইল এই ঘটনা তথা ভিডিও৷

advertisement

সংস্থার কথায়, ‘‘দেশের সকল স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা ও সম্মানের স্মারক এটি৷’’ প্রতিদিন যাঁরা দেশকে গর্বিত করার জন্য পরিশ্রম করেন তাঁদেরও কুর্নিশ জানিয়েছে এই সংস্থা৷ সম্প্রতি ৭৫০ স্কুলছাত্রীর হাতে তৈরি কৃত্রিম উপগ্রহ ‘আজাদিস্যাট’ উৎক্ষেপণ করেছে স্পেস কিডজ ইন্ডিয়া ৷ কিন্তু প্রযুক্তিগত ত্রুটির জেরে এই কৃত্রিম উপগ্রহ আর ব্যবহারযোগ্য নেই৷ জানিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো৷

advertisement

আরও পড়ুন : রয়েছে তাঁর ব্যবহৃত নানা জিনিস, অতীতে বিপ্লবীদের গোপন আখড়া এই মঠে দু’দিন ছিলেন নেতাজি

পাশাপাশি ইন্দোআমেরিকান মহাকাশচারী রাজা চারী সোমবার সকালে একটি ছবি ট্যুইটারে শেয়ার করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রেও উড়ছে ভারতের জাতীয় পতাকা ৷

আরও পড়ুন :  পর্যটনকেন্দ্র অধরাই, সুবলদহ গ্রামে রাসবিহারী বসুর জন্মভিটে আজও অবহেলিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

তাঁর পোস্টে রাজা উল্লেখ করেছেন হায়দরাবাদের কথা৷ বলেছেন এই শহর থেকেই একদিন তাঁর বাবা অভিবাসী হয়ে পাড়ি দিয়েছিলেন আমেরিকায় ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Independence Day 2022 : মহাকাশের মহাশূন্যে উড়ল ভারতের জাতীয় পতাকা, দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল