TRENDING:

Independence Day 2022 : মহাকাশের মহাশূন্যে উড়ল ভারতের জাতীয় পতাকা, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Independence Day 2022 : নীল পটভূমিতে উজ্জ্বল ত্রিবর্ণ পতাকার ছবি এখন ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে মহাকাশের মহাশূন্যে উড়ল ভারতের জাতীয় পতাকা ৷ পৃথিবী থেকে ৩০ কিমি উপরে দেখা গেল ত্রিবর্ণরঞ্জিত পতাকাকে৷ আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে এই উদ্যোগ স্পেস কিডজ ইন্ডিয়া-র ৷ সংস্থার তরফে বেলুনে জাতীয় পতাকা পাঠানো হয়েছিল পৃথিবীর ৩০ কিমি উপরে৷ নীল পটভূমিতে উজ্জ্বল ত্রিবর্ণ পতাকার ছবি এখন ভাইরাল ৷ এই স্পেস কিডজ ইন্ডিয়া নিজেদের দাবি করে এমন এক সংস্থা বলে যারা দেশের জন্য নবীন বিজ্ঞানী তৈরি করে৷
নীল পটভূমিতে উজ্জ্বল ত্রিবর্ণ পতাকার ছবি এখন ভাইরাল
নীল পটভূমিতে উজ্জ্বল ত্রিবর্ণ পতাকার ছবি এখন ভাইরাল
advertisement

সংস্থার তরফে ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যাচ্ছে নীল পৃথিবীর উপর নীল মহাশূন্যে উড়ছে দেশের জাতীয় পতাকা ৷ পটভূমিতে বাজছে ‘বন্দে মাতরম্’-এর সুর ৷ এই পদক্ষেপ ছিল দেশের স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উদযাপন৷ দেশের স্বাধীনতা লাভের ৭৫ বছর উদযাপনের স্মারক হয়ে রইল এই ঘটনা তথা ভিডিও৷

advertisement

সংস্থার কথায়, ‘‘দেশের সকল স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা ও সম্মানের স্মারক এটি৷’’ প্রতিদিন যাঁরা দেশকে গর্বিত করার জন্য পরিশ্রম করেন তাঁদেরও কুর্নিশ জানিয়েছে এই সংস্থা৷ সম্প্রতি ৭৫০ স্কুলছাত্রীর হাতে তৈরি কৃত্রিম উপগ্রহ ‘আজাদিস্যাট’ উৎক্ষেপণ করেছে স্পেস কিডজ ইন্ডিয়া ৷ কিন্তু প্রযুক্তিগত ত্রুটির জেরে এই কৃত্রিম উপগ্রহ আর ব্যবহারযোগ্য নেই৷ জানিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো৷

advertisement

আরও পড়ুন : রয়েছে তাঁর ব্যবহৃত নানা জিনিস, অতীতে বিপ্লবীদের গোপন আখড়া এই মঠে দু’দিন ছিলেন নেতাজি

পাশাপাশি ইন্দোআমেরিকান মহাকাশচারী রাজা চারী সোমবার সকালে একটি ছবি ট্যুইটারে শেয়ার করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রেও উড়ছে ভারতের জাতীয় পতাকা ৷

আরও পড়ুন :  পর্যটনকেন্দ্র অধরাই, সুবলদহ গ্রামে রাসবিহারী বসুর জন্মভিটে আজও অবহেলিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তাঁর পোস্টে রাজা উল্লেখ করেছেন হায়দরাবাদের কথা৷ বলেছেন এই শহর থেকেই একদিন তাঁর বাবা অভিবাসী হয়ে পাড়ি দিয়েছিলেন আমেরিকায় ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Independence Day 2022 : মহাকাশের মহাশূন্যে উড়ল ভারতের জাতীয় পতাকা, দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল