ব্রাজিল মূল দলের সঙ্গে আর নেই তিনি ৷ বৃহস্পতিবার দিন দলের সঙ্গে অনুশীলন করেননি নেইমার ৷ প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে খেলার সময় পায়ের চোট ভুগিয়েছিল তাঁকে ৷
আরও পড়ুন - বিশ্বকাপের হাওয়ায় জমে উঠেছে স্পোর্টস ব্র্যান্ডদের বাজার দখলের জমজমাট লড়াই
রবিবার লন্ডনে যাওয়ার আগে নেইমার নিজেও জানিয়েছেন তিনি এক সপ্তাহ ট্রেনিংয়ের পরেও একশ শতাংশ ফিটনেস পাননি ৷ তবে ১৪ জুনের আগে পরিস্থিতি শুধরে যাবে এমনটা মনে করেছেন ব্রাজিলিয়ান তারকা ৷
advertisement
লিভারপুলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ৷ সেই ম্যাচে তাই শুরু থেকে আদৌ নেইমার খেলবেন কিনা তা নিয়ে সংশয় ঘোরতর মাত্রায় ৷ বৃহস্পতিবারের অনুশীলনে ব্রাজিলিয়ান কোচ তিতে ফিলিপে কুটিনোহ ও গ্যাব্রিয়েল জেসাসকে আপফ্রন্টে রেখে অনুশীলন করিয়েছেন ৷
Location :
First Published :
June 01, 2018 6:50 PM IST