দীপাবলি উপলক্ষে অনলাইনে মিষ্টি কেনা যে এতটা সমস্যার হবে মহিলার পক্ষে তা বুঝেই উঠতে পারেননি তিনি৷ ১ হাজার টাকার মিষ্টি কিনতে গিয়ে প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হল তার। মুম্বইয়ে ৪৯ বছর বয়সী এক মহিলা দীপাবলির জন্য মিষ্টি কেনার সময় অনলাইন জালিয়াতিতে প্রায় আড়াই লক্ষ টাকা হারিয়েছেন। মঙ্গলবার পুলিশ এই তথ্য জানিয়েছে।
advertisement
ফোনে ওটিপি শেয়ার করার পরপরই কয়েক মিনিটের মধ্যে, মহিলার অ্যাকাউন্ট থেকে প্রায় ২,৪০, ৩১০ টাকা তোলা হয়। ওশিওয়ারা থানায় একটি অভিযোগ নথিভুক্ত করার পরে, পুলিশ মহিলাকে ২,২৭,২০৫ টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা থেকে আটকাতে সক্ষম হয়েছিল, এমনই জানিয়েছেন কর্তারা। এ বিষয়ে তদন্ত চলছে।
এর আগে, মুম্বইয়ের সাকিনাকা এলাকায়, একজন ব্যক্তির মোবাইল সেন্টার থেকে মোবাইল সারাতে গিয়ে এমন ঘটনা ঘটে৷ আসলে, দোকানের কর্মী তার মোবাইলে থাকা ব্যাঙ্কিং অ্যাপ থেকে এফডির পরিমাণ ভেঙে প্রায় দুই লাখ টাকা তার অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন। এরপর সেও দোকান থেকে উধাও হয়ে যায়। দুই-তিন দিন দোকানে ঘোরাঘুরির পর ওই ব্যক্তি অভিযোগ দায়ের করেন৷