দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০, আহত বহু। সন্ত্রাসযোগ সন্দেহে তদন্তে নেমেছে এনআইএ ও দিল্লি পুলিশ। এদিকে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোটগ্রহণ—২০টি জেলার ১২২টি আসনে এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোটের হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে রাজধানীতে নিরাপত্তা উদ্বেগ, অন্যদিকে গণতান্ত্রিক উৎসব—দুই ঘটনাই আজ দেশের নজরকাড়া কেন্দ্রবিন্দু। অন্যদিকে, শীতের আমেজ বাড়লো। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা।
