TRENDING:
LIVE NOW

11th November 2025 Live News: ৩ দিনের জন্য বন্ধ লালকেল্লা! দিল্লিতে আত্মঘাতী বোমা হামলাকারির প্রথম ছবি সামনে! দেখে নিন একনজরে সব খবর

Last Updated:

West Bengal, Kolkata Latest News 11th November' 2025 Live Updates in Bangla: দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত আটজন, আহত বহু। সন্ত্রাসযোগ সন্দেহে তদন্তে নেমেছে এনআইএ ও দিল্লি পুলিশ। এদিকে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোটগ্রহণ—২০টি জেলার ১২২টি আসনে এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোটের হাড্ডাহাড্ডি লড়াই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement

দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০, আহত বহু। সন্ত্রাসযোগ সন্দেহে তদন্তে নেমেছে এনআইএ ও দিল্লি পুলিশ। এদিকে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোটগ্রহণ—২০টি জেলার ১২২টি আসনে এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোটের হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে রাজধানীতে নিরাপত্তা উদ্বেগ, অন্যদিকে গণতান্ত্রিক উৎসব—দুই ঘটনাই আজ দেশের নজরকাড়া কেন্দ্রবিন্দু। অন‍্যদিকে, শীতের আমেজ বাড়লো। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা।

News18
News18
advertisement
November 11, 202511:03 AM IST

দিল্লিতে আত্মঘাতী বোমা হামলাকারির প্রথম ছবি সামনে!

দিল্লি বিস্ফোরণ মামলায় আত্মঘাতী বোমা হামলাকারি হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে, সেই ডা. উমরের প্রথম ছবি প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে বিস্ফোরণে সাদা হুন্ডাই আই২০ গাড়িটি তিনি চালাচ্ছিলেন, যাতে কমপক্ষে নয়জন নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে লাল কেল্লা মেট্রো স্টেশন বিস্ফোরণে জড়িত হুন্ডাই আই২০ গাড়িটি বিস্ফোরণের আগে প্রায় তিন ঘণ্টা ধরে পার্ক করা ছিল, দুপুর ৩:১৯ থেকে সন্ধ্যা ৬:৪৮ পর্যন্ত।
November 11, 202510:56 AM IST

৩ দিনের জন্য বন্ধ লালকেল্লা!

৩ দিনের জন্য বন্ধ লালকেল্লা। গতকাল লালকেল্লার সামনে বিস্ফোরণ। বিস্ফোরণে নিহত ১০-জখম অন্তত ৩০। ৩ দিন বন্ধ থাকবে লালকেল্লা। নির্দেশিকা আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার।
November 11, 202510:37 AM IST

সাত সকালের ট্রেনের লাইনে ঝাঁপ! মৃত্যু বৃদ্ধের

বারাসাত হাসনাবাদ লাইনে চাঁপাপুকুর রেলগেট সংলগ্ন রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক বৃদ্ধের। স্থানীয় সূত্রে জানা যায় আবুল হোসেন, ৬২, বাড়ি বাদুড়িয়ার জগন্নাথপুর এলাকায়। সকালে চাষের জমিতে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন বলে জানা যায়। এরপর ডাউন ট্রেন আটটা দশে চাঁপাপুকুর রেল গেট সংলগ্ন রেল লাইনের উপরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে জানান স্থানীয়রা।
advertisement
November 11, 202510:04 AM IST

‘বাবা সেরে উঠছেন’, ধর্মেন্দ্রর মৃত‍্যু জল্পনা উড়িয়ে জানালেন মেয়ে এষা!

প্রয়াত হননি অভিনেতা ধর্মেন্দ্র। সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন কন‍্যা এষা দেওল। মঙ্গলবার সকাল থেকেই ধর্মেন্দ্রর মৃত‍্যু নিয়ে তৈরি হয় জল্পনা। তবে এষা পোস্ট করে জানান, ‘‘আমার বাবা সুস্থ হয়ে উঠছেন, অবস্থা স্থিতিশীল।’’ বাবা ধর্মেন্দ্রর মৃত‍্যু নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে বলেও জানান এষা।
November 11, 20259:59 AM IST

আজ বিহারে শেষ দফার ভোট! নীতীশ কুমারের মন্ত্রিসভার ১২ সদস্যের ভাগ‍্যপরীক্ষা

আজ, মঙ্গলবার বিহার বিধানসভার দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ভোট। এই পর্যায়ে মোট ২০টি জেলার ১২২টি আসনে ভোটিং। যেখানে প্রায় ১৩০২ জন প্রার্থী। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ৬৫.০৮ শতাংশ ভোটদান হয়। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভার মোট ১২ জন মন্ত্রী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেডিইউ-র পক্ষ থেকে ভোটে লড়ছেন বিজেন্দ্র যাদব, লেসি সিং, জয়ন্ত কুশওয়াহা, সুমিত সিং, মোহাম্মদ জামা খান এবং শীলা মণ্ডল। অন্যদিকে, বিজেপির মন্ত্রীদের মধ্যে প্রেম কুমার, রেণু দেবী, বিজয় কুমার মণ্ডল, নীতীশ মিশ্র, নিরাজ বাবলু ও কৃষ্ণানন্দন পাসওয়ান রয়েছেন ভোটযুদ্ধে।
November 11, 20259:10 AM IST

রাজ্যে হাই অ্যালার্ট, দিঘা সীমান্তে রাতভর চেকিং আতঙ্কে পর্যটক ও যাত্রী!

দিল্লির লালকেল্লার কাছেই বিস্ফোরণের ঘটনার পরে হাই এলার্ট জারি হয়েছে বাংলা–ওড়িশা সীমান্তবর্তী এলাকায়। রাজধানীতে বহু বছর পর ‘আত্মঘাতী হামলা’র মত ঘটনার জেরে দিঘা-সীমান্তে সোমবার রাত থেকেই শুরু হয়েছে নাকা চেকিং। প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভেতরে কী রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যাত্রীদের নাম, পরিচয়, তারা কোথা থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছেন—সবকিছুই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকী যাত্রীবাহী বাসও বাদ যাচ্ছে না। গাড়ির নথিপত্র মিলিয়ে, ড্রাইভারের বাড়ি-ঠিকানা যাচাই করে নিশ্চিত করা হচ্ছে কোনও সন্দেহজনক ব্যক্তি বা বস্তু সীমান্ত পেরোচ্ছে কিনা।
advertisement
November 11, 20258:41 AM IST

সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন সন্ত্রাসবাদী, বিস্ফোরণের আগে চালাচ্ছিল i20 গাড়ি

দিল্লির ঐতিহাসিক লালকেল্লা সংলগ্ন এলাকায় সোমবারের ভয়াবহ বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি হুন্ডাই i20 গাড়ি চালাচ্ছেন—ঠিক সেই গাড়িটিরই কিছুক্ষণ পরে সুবাস মার্গের ট্রাফিক সিগন্যালে বিস্ফোরণ হয়। CNN-News18-এর হাতে আসে ওই ছবি ও ভিডিওটি ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা ২২ মিনিটের, যা বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তের। ঘটনায় এখন পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত। বিস্ফোরণের কারণ ও সন্দেহভাজনের পরিচয় জানতে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ও এনআইএ।
November 11, 20258:29 AM IST

রাজ্যে শুষ্ক আবহাওয়া, কুয়াশার চাদরে ঢাকা উত্তরবঙ্গ!

শীতের আমেজ বাড়লো। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন এর সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশী হতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।
বাংলা খবর/ খবর/দেশ/
11th November 2025 Live News: ৩ দিনের জন্য বন্ধ লালকেল্লা! দিল্লিতে আত্মঘাতী বোমা হামলাকারির প্রথম ছবি সামনে! দেখে নিন একনজরে সব খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল