TRENDING:

11th November 2025 Live News: এসএসকেএম নিয়ে উদ্যোগী মমতা, বাড়ি ফিরলেন পার্থ, বিহারে দুপুরেই ভোটের হার ছাড়াল ৬০%! দেখে নিন একনজরে সব খবর

Last Updated:

West Bengal, Kolkata Latest News 11th November' 2025 Live Updates in Bangla: দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১২, আহত বহু। সন্ত্রাসযোগ সন্দেহে তদন্তে নেমেছে এনআইএ ও দিল্লি পুলিশ। এদিকে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোটগ্রহণ—২০টি জেলার ১২২টি আসনে এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোটের হাড্ডাহাড্ডি লড়াই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement

দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২, আহত বহু। সন্ত্রাসযোগ সন্দেহে তদন্তে নেমেছে এনআইএ ও দিল্লি পুলিশ। এদিকে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোটগ্রহণ—২০টি জেলার ১২২টি আসনে এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোটের হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে রাজধানীতে নিরাপত্তা উদ্বেগ, অন্যদিকে গণতান্ত্রিক উৎসব—দুই ঘটনাই আজ দেশের নজরকাড়া কেন্দ্রবিন্দু। অন‍্যদিকে, শীতের আমেজ বাড়লো। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা।

এসএসকেএম নিয়ে উদ্যোগী মমতা
এসএসকেএম নিয়ে উদ্যোগী মমতা
advertisement
November 11, 20254:16 PM IST

SSKM নিয়ে মুখ‍্যমন্ত্রী বললেন ‘ভাইদের বলব, দেখে রাখো...’

অনুষ্ঠান মুখ‍্যমন্ত্রী বলেন, ‘SSKM হাসপাতালে একটা ইউনিট থেকে অন্য ইউনিটে যেতে সময় লাগে। অনেক অন্ধকার জায়গা থাকে। অনেক বদমাশ যেমন গাছ তলায় বসে থাকে। হাসপাতালে আপনি তো কাউকে চলে যেতে বলতে পারবেন না। কিন্তু আপনাদের দেখে রাখতে হবে। ভাইদের বলব, দেখে রাখো। আস্তে আস্তে ওখানে সমস্ত ব্যবস্থা করতে হবে।’
November 11, 20254:09 PM IST

'মোবাইল মেডিক্যাল ইউনিট'-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী!

স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে চালু করলেন ২১০টি নতুন মোবাইল মেডিক্যাল ইউনিট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত আছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরাও।
November 11, 20254:07 PM IST

বিহার নির্বাচনের দ্বিতীয় দফায় দুপুর ৩টা পর্যন্ত ভোট ৬০.৪০%‍‍!

বিহার নির্বাচনের দ্বিতীয় দফায় দুপুর ৩টা পর্যন্ত ভোট ৬০.৪০%‍‍। দ্বিতীয় দফায় মোট ২০টি জেলার ১২২টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে।
advertisement
November 11, 20253:59 PM IST

বিহার নির্বাচনের দ্বিতীয় দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট ৪৭.৬২%

বিহার নির্বাচনের দ্বিতীয় দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট ৪৭.৬২%‍‍। দ্বিতীয় দফায় মোট ২০টি জেলার ১২২টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে।  
November 11, 20253:19 PM IST

ইসলামাবাদে আদালতের বাইরে বড়সড় বিস্ফোরণে নিহত ৯!

বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ইসলামাবাদের জেলা আদালতের সামনে এই বিস্ফোরণ ঘটেছে বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। এই বিস্ফোরণে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন বলে খবর৷ আহত হয়েছেন অনেকে।
November 11, 20253:11 PM IST

বাড়ি পৌঁছালেন পার্থ চট্টোপাধ‍্যায়!

অবশেষে, বাড়ি পৌঁছালেন পার্থ চট্টোপাধ‍্যায়। বাড়ির সদস্যরা বরণ করছেন পার্থ চট্টোপাধ্যায়কে।
advertisement
November 11, 20252:05 PM IST

লালকেল্লা বিস্ফোরণের পিছনে আরও এক মহিলা চিকিৎসক!

দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণের তদন্তে নতুন দিক। তদন্তকারীদের মতে, এই ঘটনায় জড়িত চক্রের মূল কেন্দ্র গঠিত হয়েছিল একদল উচ্চশিক্ষিত পেশাজীবীকে নিয়ে—যার মধ্যে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ও অন্যান্য শিক্ষিত ব্যক্তিরাও রয়েছেন। সূত্রের দাবি, এরা নিজেদের পেশাগত পরিচয় ব্যবহার করে আইন প্রয়োগকারী সংস্থার চোখ এড়িয়ে সংগঠিত হচ্ছিলেন। তদন্তের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উত্তরপ্রদেশের চিকিৎসক ড. শাহিন সাঈদ, যিনি নাকি অর্থ ও লজিস্টিক সহায়তার মাধ্যমে গোটা অভিযানের অন্যতম মুখ ছিলেন। জানা গিয়েছে, তাঁর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ড. উমর, ফারিদাবাদের আল-ফালাহ মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র। পুলিশ সূত্রে খবর, দিল্লির সুবাস মার্গে যে হুন্ডাই i20 গাড়িটি বিস্ফোরিত হয়েছিল, সেটি চালাচ্ছিলেন এই ড. উমর। সেই বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ।
November 11, 20251:42 PM IST

'ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়া হবে না...'

মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির লালকেল্লা এলাকা। এই ভয়াবহ গাড়ি বিস্ফোরণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মর্মান্তিক এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। আজ এই ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে জানান, সরকার ষড়যন্ত্রকারীদের ‘কঠোরতম শাস্তি’ নিশ্চিত করবে। ভুটানের রাজধানী থিম্পু সফরকালে প্রধানমন্ত্রী মোদি বলেন, ”আজ আমি এখানে অত্যন্ত ভারী হৃদয় নিয়ে এসেছি। কাল সন্ধেয় দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনায় সকলের মনই আজ যন্ত্রণাক্লিষ্ট। আমি আক্রান্তদের পরিবারের দুঃখ বুঝি। আজ গোটা দেশ ওদের পাশে রয়েছে।”
November 11, 20251:00 PM IST

বিহারের দ্বিতীয় দফায় ভোট দিলেন প্রশান্ত কিশোর!

মঙ্গলবার বিহার বিধানসভার দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ভোট। এই পর্যায়ে মোট ২০টি জেলার ১২২টি আসনে ভোটিং। জানসুরিয়া প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর দ্বিতীয় দফায় ভোট দিলেন। 
advertisement
November 11, 202512:53 PM IST

সাড়ে তিন বছর পর বাড়ি ফিরছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়!

বাইপাসের পাশে বেসরকারি হাসপাতাল থেকে আজই বাড়ি ফিরছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সবকিছু ঠিক থাকলে দুটোর পর হাসপাতাল থেকে বেরোবার সম্ভাবনা। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে তাঁর অনুগামীরা ভিড় জমাচ্ছেন। প্রায় সাড়ে তিন বছর ধরে এই পাড়া শুনশান ছিল। আজ পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফিরছেন। তাঁদের কথায় অনেকদিন আগেই বাড়ি ফেরার কথা ছিল আইনি জটিলতার কারণেই এতদিন সময় লাগল। অবশেষে তিনি ফিরছেন গোটা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত।
November 11, 202512:06 PM IST

বিহার নির্বাচনের দ্বিতীয় দফায় সকাল ১১টা পর্যন্ত ভোট ৩১.৩৮%

সকাল ১১টা পর্যন্ত বিহারের ভোটদানের হার ৩১.৩৮ শতাংশ। দ্বিতীয় দফায় মোট ২০টি জেলার ১২২টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে।
November 11, 202512:03 PM IST

স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় বড় আপডেট! বিডিও নির্দেশেই গোটা ঘটনা

স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার গোয়েন্দা বিভাগের কাছেও একই স্বীকারোক্তি দুই অভিযুক্তের। বিডিও নির্দেশেই গোটা ঘটনা ঘটিয়েছিলেন বলে অভিযুক্তদের দাবি। বিডিও নিজেও দেহ খেলার সময় ছিলেন উপস্থিত। অশোক কর যে স্বীকারোক্তি দিয়েছিল জিজ্ঞাসাবাদে গোটা ঘটনা নিয়ে। দুই অভিযুক্ত কে জিজ্ঞাসাবাদ করা হলে অশোক করের বক্তব্য অনুযায়ী একই রকম তথ্য মিলে যায় জিজ্ঞাসাবাদে দুই অভিযুক্ত কে জিজ্ঞাসা বাদ করে।
advertisement
November 11, 202511:38 AM IST

লাল কেল্লার বিস্ফোরণ কাণ্ডে ফরিদাবাদ যোগ

লাল কেল্লার বিস্ফোরণ কাণ্ডে ফরিদাবাদ যোগ। তদন্তে প্রকাশ ফরিদাবাদের চিকিৎসক ড: উমর নবি (আসলে পুলওয়ামার বাসিন্দা) যুক্ত ছিলেন এই বিস্ফোরণ কাণ্ডে৷ তদন্তে এই বিস্ফোরণ কাণ্ডে আত্মঘাতী বোমা হামলার তত্ত্ব উঠে এসেছে৷ জানা গিয়েছে, সিসিটিভি ফু়টেজে দেখা গিয়েছে বিস্ফোরণের স্থলের গাড়িতে দেখা গিয়েছে একটি হাত৷
November 11, 202511:44 AM IST

দিল্লিতে আত্মঘাতী বোমা হামলাকারির প্রথম ছবি সামনে!

দিল্লি বিস্ফোরণ মামলায় আত্মঘাতী বোমা হামলাকারি হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে, সেই ডা. উমরের প্রথম ছবি প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে বিস্ফোরণে সাদা হুন্ডাই আই২০ গাড়িটি তিনি চালাচ্ছিলেন, যাতে কমপক্ষে নয়জন নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে লাল কেল্লা মেট্রো স্টেশন বিস্ফোরণে জড়িত হুন্ডাই আই২০ গাড়িটি বিস্ফোরণের আগে প্রায় তিন ঘণ্টা ধরে পার্ক করা ছিল, দুপুর ৩:১৯ থেকে সন্ধ্যা ৬:৪৮ পর্যন্ত।
November 11, 202510:56 AM IST

৩ দিনের জন্য বন্ধ লালকেল্লা!

৩ দিনের জন্য বন্ধ লালকেল্লা। গতকাল লালকেল্লার সামনে বিস্ফোরণ। বিস্ফোরণে নিহত ১০-জখম অন্তত ৩০। ৩ দিন বন্ধ থাকবে লালকেল্লা। নির্দেশিকা আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
11th November 2025 Live News: এসএসকেএম নিয়ে উদ্যোগী মমতা, বাড়ি ফিরলেন পার্থ, বিহারে দুপুরেই ভোটের হার ছাড়াল ৬০%! দেখে নিন একনজরে সব খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল