TRENDING:

Rain Forecast : মহারাষ্ট্র, ওড়িশা, কর্নাটক, রাজস্থানের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি, জারি লাল ও কমলা সতর্কতা

Last Updated:

Rain Forecast : মুম্বই সংলগ্ন পালঘর ও ঠানে এলাকাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে । এর আগে সোমবারের জন্য পুণে, রত্নগিরি, রায়গড় ও সাতানা এলাকার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : মৌসম ভবন থেকে মুম্বইয়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে । আগামী সপ্তাহে বাণিজ্যনগরীর জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা । বুধবার পর্যন্ত মুম্বইয়ের জন্য বৃষ্টির পূর্বাভাস আছে । মুম্বই সংলগ্ন পালঘর ও ঠানে এলাকাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে । এর আগে সোমবারের জন্য পুণে, রত্নগিরি, রায়গড় ও সাতানা এলাকার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে । মুম্বই ছাড়া উপকূলীয় শহর গুজরাতের নভসারি, ভালসাদ, কর্নাটকের উদুপি, দক্ষিণ কন্নড় এবং উত্তর কন্নড় ছাড়াও ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী সপ্তাহের জন্য ।
বাণিজ্যনগরীর জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
বাণিজ্যনগরীর জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
advertisement

ওড়িশা

নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টার জন্য ওড়িশা ও ছত্তীসগঢ়ের বিভিন্ন এলাকার উপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যাবে। সোমবার সকালে পর্যন্ত কালাহান্ডি ও রায়গড় জেলার বিভিন্ন অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে। প্রতিকূল আবহাওয়ার জন্য ম‍ৎস্যজীবীদের‍ সম্ুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । ওড়িশার উপকূলীয় অঞ্চলের উপর দিযে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে ।

advertisement

আরও পড়ুন : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে, জানুন আজকের ওয়েদার আপডেট

খুরদা, পুরী, রায়গঢ়, কালাহান্ডি, গজপতি, গঞ্জাম, নায়গঢ়, কন্ধমল, নবরংপুর, মালকানগিরি, কোরাপুট-সহ বিভিন্ন অংশে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে । কটক, বালাসোর, ভদ্রক, বোলাঙ্গির, বৌধ, আঙ্গুল, ঢেঙ্কানল, জাজপুর, জগ‍‍তসিংপুর, কেন্দ্রাপাড়া, সুবর্ণপুর-সহ বিভিন্ন অংশে ভারী বর্ষণের পূর্বাভাস আছে। পাশাপাশি ভারগঢ়, সম্বলপুর, দেওগড়, কেওনঝড়েও প্রতিকূল আবহাওয়া পূর্বাভাস রয়েছে ।

advertisement

আরও পড়ুন :  ব্যাপক উত্তাল সমুদ্র, আবহাওয়ায় ব্যাপক রদবদল, বাংলার উপকূলে লাল সতর্কতা জারি

রাজস্থান

সেরা ভিডিও

আরও দেখুন
মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালে কালীপুজোর থিমে অভিনব ভাবনা
আরও দেখুন

অজমেঢ়, ভিলওয়াড়া, বুন্দি, চিত্তোরগড়, দুঙ্গারপুর, ঝালওয়াড়, কোটা, প্রতাপগঢ়, সোয়াই মাধোপুর, সিরোহি, টঙ্ক, উদয়পুর, পালি জেলায় আগামী কয়েক দিনের জন্য ভারী বর্ষণের পূর্বাভাস আছে। আগামী ৪ থেকে ৫ দিনের জন্য হাল্কা থেকে ভারী বৃষ্টির পূর্বভাস আছে দক্ষিণ রাজস্থানের কোটা ও উদয়পুরের বিভিন্ন অংশে। পশ্চিম রাজস্থানের যোধপুর বিকানেরেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rain Forecast : মহারাষ্ট্র, ওড়িশা, কর্নাটক, রাজস্থানের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি, জারি লাল ও কমলা সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল