TRENDING:

Tripura Politics : তৃণমূলের 'খেলা শুরু' হতেই আসরে কংগ্রেস? আঁচ বুঝেই ত্রিপুরায় AICC প্রতিনিধি দল...

Last Updated:

Tripura Politics : অভিষেকের Abhishek Banerjee) সফরের পরেই এবার ত্রিপুরায় তৎপর কংগ্রেস। কিছুদিন আগেই সুবল ভৌমিকদের যোগদানের পর কংগ্রেসের বহু হেভিওয়েট নেতাই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা : অভিষেকের সফরের পরেই এবার ত্রিপুরায় তৎপর কংগ্রেস।তড়িঘড়ি বৈঠক সেরে গেলেন দুই নেতা। বৈঠক করলেন AICC সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে ও ছত্তিসগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিংহ দেও।মন বুঝতে বৈঠক করলেন ব্লক সভাপতিদের সাথে।সূত্রের খবর, বৈঠক হয়েছে জোটের সম্ভাবনা। কর্মীরা যেন দল ছেড়ে না যান, তাই নিয়ে।আলোচনায় উঠে এসেছে তৃণমূলের অবস্থান ত্রিপুরা সম্পর্কে। আলোচনা হয়েছে মহারাজা প্রদ্যোত মাণিক্য দলের অবস্থান নিয়েও। ডিসেম্বরে সফর করবেন রাহুল গান্ধী।তার আগে কর্মীদের ধরে রাখতে দিল্লির নেতাদের রাজ্যে পাঠানোর অনুরোধ ত্রিপুরা প্রদেশ নেতৃত্বের।
advertisement

অভিষেকের সফরের পরেই কংগ্রেসের টিম পাঠানো গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগেই ত্রিপুরায় সুবল ভৌমিকদের যোগদানের পর কংগ্রেসের বহু হেভিওয়েট নেতাই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর। পরিস্থিতি এমনই যে কংগ্রেসের ভিত্তি ধরে রাখতে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাসকে ফোন করে বিস্তারিত জানতে চেয়েছিলেন সনিয়া গান্ধির ঘনিষ্ঠ নেতা কে সি বেনুগোপাল।

advertisement

কিন্তু আশ্চর্যের বিষয় হল, তৃণমূলের নির্বাচনী উপদেষ্টা প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক-এর ২৩ জন আধিকারিককে হাউজ অ্যারেস্ট করে রাখার পর তাঁদের ছাড়াতে আদালতে সওয়াল করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ বিশ্বাস। মামলায় মহামারী আইন ভাঙতে পারেন এই যুক্তিতে জামিন দেওয়ার বিরোধিতা করেন সরকারি পক্ষের উকিল। যদিও সেই যুক্তি ধোপে টেকেনি। আইনজীবীর দায়িত্ব নেওয়া ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতা পীযূষ বিশ্বাস স্পষ্টই জানিয়েছেন, "গৃহবন্দী করে অনর্থক হয়রানি করা হচ্ছিল এই প্রতিনিধি দলটিকে।" এরপরই আই প্যাকের কর্মীদের জামিন মেলে।

advertisement

কিন্তু তৃণমূলের সঙ্গে যুক্ত সংগঠনের জন্য সওয়াল করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, এই ঘটনাতেই শোরগোল পড়ে গিয়েছিল ত্রিপুরায়। তবে, কি কংগ্রেস নেতাদের সঙ্গে তৃণমূলের 'হিসেবনিকেশ' হয়ে যাচ্ছে তলেতলে? বেনুগোপালের জিজ্ঞাসায় অবশ্য পীযূষ বিশ্বাস কংগ্রেস হাইকম্যান্ডের দিকেই আঙুল তুলেছেন বলে খবর। কেন ত্রিপুরায় এখন তৃণমূলকে নিয়ে আলোড়ন চলছে, তার জবাবে পীযূষ জানিয়েছেন, যে আগ্রাসী মনোভাব নিয়ে তৃণমূল ত্রিপুরায় ঝাঁপিয়ে পড়েছে, তার সিকিভাগ চেষ্টাও কংগ্রেস করছে না। মহিলা, যুব ভোটের জন্য তৃণমূলের সুনির্দিষ্ট কৌশল, আই প্যাকের মতো সংস্থাকে কাজে লাগিয়ে শক্তিশালী আইটি সেল তৈরির মতো নানা পদক্ষেপ তৃণমূলকে আলাদা মাত্রা দিচ্ছে ত্রিপুরায়।

advertisement

সেই তুলনায় বিরোধী শিবিরের বাম বা কংগ্রেস কারও তরফেই সেই উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে তৃণমূল ত্রিপুরার হাওয়া যতটা গরম করতে পারছে, বাকি বিরোধীদের সেই তুলনায় দেখা মিলছে না। স্বাভাবিক কারণেই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে বাংলার শাসক দল। বেনুগোপালের কাছে পীযূষ এও জানিয়েছেন, ইতিমধ্যেই বিজেপিকেও ভাঙাতে শুরু করেছে তৃণমূল। কিন্তু কংগ্রেস বা বামেরা সেই পরিসর দখল করতে পারছে না সামগ্রিক পরিকল্পনার অভাবেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর পরেই AICC তরফে দুই প্রতিনিধি ত্রিপুরায় পৌছে গিয়ে বৈঠক শুরু করে দেয়। অর্থাৎ, একটা বিষয় স্পষ্ট, বিজেপি যতই তৃণমূলকে কটাক্ষ করুক না কেন, বিপ্লব দেবের রাজ্যে ক্রমেই শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের পর সেই ত‍ৎপরতা যে আরও কয়েকগুণ বাড়তে চলেছে, তা নিয়ে নিশ্চিত ত্রিপুরার রাজনৈতিক মহল।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics : তৃণমূলের 'খেলা শুরু' হতেই আসরে কংগ্রেস? আঁচ বুঝেই ত্রিপুরায় AICC প্রতিনিধি দল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল