আরও পড়ুন- ‘এতদিনে খোলাখুলি স্বীকার করে নেওয়ার সময় এসেছে’…, দাম্পত্য নিয়ে মুখ খুললেন অভিষেক?
হামলায় নিহত দুই কনভয় হলেন মুশতাক আহমেদ চৌধুরী এবং জহুর আহমেদ মীর। J&K পুলিশ এটিকে নিয়ন্ত্রণ রেখার কাছে জঙ্গিদের অনুপ্রবেশের ঘটনা বলেই সন্দেহ করছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন যে তিনি বুটাপাথরি এলাকায় এই হামলার বিষয়ে শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। সন্ত্রাসবাদীদের শায়েস্তা করার জন্য দ্রুত জরুরি পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, “আমাদের শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
advertisement
ঘটনার প্রতিক্রিয়ায়, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স হ্যান্ডলে লিখেছেন, “উত্তর কাশ্মীরের বুটাপাথরি এলাকায় সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে প্রাণ গিয়েছে। কাশ্মীরে সাম্প্রতিক হামলার ঘটনাটি গুরুতর উদ্বেগের বিষয়। আমি এই হামলার নিন্দা জানাই। যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা রইল। আমিও প্রার্থনা করি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”
আরও পড়ুন- আসছে বিরাট বদল! দীপাবলিতে ঘরে টিকটিকি এলে কীসের লক্ষণ? জানলে চমকে উঠবেন
উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও সমাজমাধ্যমে শোক প্রকাশ করেছেন এই ঘটনার কথা জানিয়ে। রাজ্যের মর্যাদার দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সদ্য বৈঠক করেছেন জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। উপত্যকায় মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম দিল্লি সফরে এসেছিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা। বৃহস্পতিবার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ওমর। জম্মু ও কাশ্মীরের রাজ্য পুনঃপ্রতিষ্ঠার পক্ষে একটি মন্ত্রিসভা প্রস্তাব পেশ করেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা হয় বলে খবর। এর আগের দিন জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলায় একজন শ্রমিককে গুলি করা হয়। আহত ব্যক্তির নাম প্রীতম সিং, তিনি উত্তর প্রদেশের বাসিন্দা।