এ ঘটনার পর ছাত্রী লক্ষ্মী ভবানীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, ইঁদুরের কামড়ের ফলে তাকে প্যারালাইজড হতে হয়েছে। বর্তমানে তার দু’টি পা প্যারালাইজড হয়ে গিয়েছে। সে হাঁটা তো দূর, এখন ঠিক মতো দাঁড়াতেও পারে না।
advertisement
টেলেঙ্গানা টুডের খবর অনুযায়ী, প্রাক্তন মন্ত্রী পুভ্বাডা অজয় কুমারের নির্দেশে ছাত্রীটিকে খাম্মমের মামতা জেনারেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন যে ছাত্রী বর্তমানে সুস্থ হয়ে উঠছে, তবে তার স্নায়ুবিষয়ক সমস্যা রয়েছে।
আরও পড়ুন: ‘আমার মন্তব্য বিকৃত করা হয়েছে’, তীব্র বিতর্কের মাঝেই কংগ্রেসকে আক্রমণ অমিত শাহ-এর
প্রাক্তন মন্ত্রী এবং সিনিয়র বি আর এস বিধায়ক টি হরীশ রাও কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরকারি আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করা ছাত্রদের প্রতি অবহেলার অভিযোগ তুলেছেন। এটা একটি চিন্তার বিষয় যে কংগ্রেস সরকারের শাসনে যেসব ছাত্রদের স্কুলে পড়াশোনা করা উচিত ছিল, তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।