TRENDING:

Jharkhand Assembly Election: ঝাড়খণ্ড বিধানসভা ভোটে বিজেপির টার্গেট ২৬% আদিবাসী ভোট, সেই অনুযায়ী অঙ্ক কষা শুরু হিমন্ত বিশ্বশর্মার

Last Updated:

সূত্রের খবর, এবারের সফরে হিমন্ত যে সমস্ত আদিবাসী নেতার সঙ্গে দেখা করেছেন, তাঁদের প্রত্যেকেই আগামী বিধানসভা নির্বাচনে ভোটের ময়দানে নামাতে পারে বিজেপি৷ এই তালিকায় রয়েছে অর্জুন মুণ্ডা, সুদর্শন ভগৎ, গীতা কোদা, সীতা সোরেন এবং সমীর ওরাওঁয়ের নাম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচী: লোকসভার পরে এবার ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে তোড়জোড় শুরু হয়ে গেল বলে৷ অন্তত, সেই লক্ষ্য নিয়েই সম্প্রতি আদিবাসী অধ্যুষিত ভারতের এই রাজ্যে সপর সেরে গেলেন বিজেপির তরফে ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত নেতা হিমন্ত বিশ্বশর্মা৷ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির রণকৌশল কী হতে চলেছে তার খানিকটা হলেও আভাস পাওয়া গেল বিজেপি নেতার এই বারের রাঁচী সফরে৷ এক দিনের সফরকালে হিমন্ত দেখা করলেন সে রাজ্যের প্রথমসারির আদিবাসী নেতাদের সঙ্গে৷ এর থেকেই বিশেষজ্ঞ মহল মনে করছে, আগামী বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ডে ২৬ শতাংশ আদিবাসী ভোটকে টার্গেট করতে চাইছে পদ্ম শিবির৷
advertisement

সূত্রের খবর, এবারের সফরে হিমন্ত যে সমস্ত আদিবাসী নেতার সঙ্গে দেখা করেছেন, তাঁদের প্রত্যেকেই আগামী বিধানসভা নির্বাচনে ভোটের ময়দানে নামাতে পারে বিজেপি৷ এই তালিকায় রয়েছে অর্জুন মুণ্ডা, সুদর্শন ভগৎ, গীতা কোদা, সীতা সোরেন এবং সমীর ওরাওঁয়ের নাম৷

যদিও দেখতে গেলে লোকসভা নির্বাচনে এই নেতাদের কেউ-ই বিশেষ সাফল্য এনে দিতে পারেনি বিজেপি-কে৷ তবে এঁদের পকেট ভোটকে মাথায় রেখে বিধানসভা নির্বাচনে এই নেতাদেরই বাজি করতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব৷ এছাড়া, নেতাদের কথায়, এর মাধ্যমে ঝাড়খণ্ডে ২৬ শতাংশ আদিবাসীর কাছে এই বার্তাও বিজেপি দিতে চাইছে যে, তাঁরা তাঁদের কাছে কতটা গুরুত্বপূর্ণ৷

advertisement

বর্তমানে, সূত্র থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে, হিমন্ত বিশ্ব শর্মার রাঁচী সফর নির্ধারণ করা হয়েছিল দলীয় হাইকমান্ডের এই বার্তা নিয়েই। হিমন্ত বিশ্ব শর্মা যাঁদের সঙ্গে দেখা করেছেন, তাঁরা যদি বিধানসভা নির্বাচনে মাঠে নামেন, তবে তাঁদের নির্বাচনী এলাকা কী হতে পারে আসুন দেখে নিই৷

*সমীর ওরাওঁ- গুমলা

*সুদর্শন ভগৎ- লোহারদাগা

*অর্জুন মুণ্ডা- খরসাওয়ান

advertisement

*গীতা কোডা- জগন্নাথপুর

*সীতা সোরেন/জয়শ্রী সোরেন (কন্যা)- জমা

*অরুণ ওঁরাও- এখনও সিদ্ধান্ত হয়নি

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এই তালিকায় বর্তমানে কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এমন নেতা হলেন অরুণ ওঁরাও। লোকসভা নির্বাচনে লোহারদাগা আসন থেকে চেষ্টা করলেও টিকিট দেওয়া হয়েছিল সুদর্শন ভগতকে। তবে, অরুণ ওরাওঁ মূলত গুমলার সিসাই বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। এমন পরিস্থিতিতে তাঁকে লোহারদাগা বা গুমলা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে দেওয়া হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Assembly Election: ঝাড়খণ্ড বিধানসভা ভোটে বিজেপির টার্গেট ২৬% আদিবাসী ভোট, সেই অনুযায়ী অঙ্ক কষা শুরু হিমন্ত বিশ্বশর্মার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল