TRENDING:

গুরুগ্রামের রেস্তোরাঁয় আতঙ্ক, হাসপাতালে ভর্তি ৪! মুখশুদ্ধিতে ড্রাই আইস দাবি অভিযোগকারীর

Last Updated:

রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ৫ বন্ধু। ডিনার শেষে মুখশুদ্ধি মুখে দিতেই রক্তবমি! গুরুতর অসুস্থ অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুগ্রামের এই ঘটনায় আতঙ্কিত গ্রাহকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুরুগ্রামঃ রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ৫ বন্ধু। ডিনার শেষে মুখশুদ্ধি মুখে দিতেই রক্তবমি! গুরুতর অসুস্থ অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুগ্রামের এই ঘটনায় আতঙ্কিত গ্রাহকরা।
 (Image: X/ Waquar Hasan)
(Image: X/ Waquar Hasan)
advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গ্রেটার নয়ডার বাসিন্দা অঙ্কিত কুমার সেক্টর ৯০-এর লাফারেস্টা ক্যাফেতে স্ত্রী এবং চার বন্ধুর সঙ্গে ডিনারে গিয়েছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে। ক্যাফে মালিকের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছেন অঙ্কিত।

আরও পড়ুনঃ প্রথম রবিবার আবুধাবির মন্দিরে রেকর্ড ভক্ত সংখ্যা, প্রায় ৬৫,০০০ মানুষের সমাগম

advertisement

অঙ্কিত জানিয়েছেন, ডিনারের পর মুখশুদ্ধি মুখে দিতেই জ্বালা শুরু হয়। এমনকী মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। ভয় পেয়ে যান তাঁরা। সঙ্গে সঙ্গে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

রাতের খাবারের পর রেস্তোরাঁর এক ওয়েটার মুখশুদ্ধি বা মাউথ ফ্রেশনার নিয়ে আসে বলে জানা গিয়েছে। পাঁচ জনেই তা খান। তারপরই মুখে জ্বালা আর রক্ত। স্বাস্থ্যের অবনতি হলে, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। অঙ্কিতের অভিযোগ, ঘটনার পরই রেস্তোরাঁর কর্মীরা পালিয়ে যায়।

advertisement

এক অভিযোগকারীর দাবি, ‘আমি মাউথ ফ্রেশনারের প্যাকেটটা একজন চিকিৎসককে দেখিয়েছি। তিনি বলেছেন, এটা ড্রাই আইস। চিকিৎসকের মতে, এটা এক ধরনের অ্যাসিড, এ থেকে মৃত্যুও হতে পারে’।

ঘটনার কথা পুলিশকে জানান অঙ্কিত কুমার। পুলিশ জানিয়েছে, মাউথ ফ্রেশনার খাওয়ার পর পাঁচজনের মুখ জ্বালা করতে শুরু করে। কিছুক্ষণ পর রক্তবমি শুরু হয়। রবিবার খেরকি দৌলা থানায় রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩২৮ (বিষপ্রয়োগ) এবং ১২০-বি (ফৌজদারি ষড়যন্ত্র)-এর অধীনে এফআইআর দায়ের করা হয়েছে। ইনস্পেক্টর মনোজ কুমার বলেন, ‘ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্য দিকে, কেরলের একটি রেস্তোরাঁর খাবার খেয়ে একই পরিবারের ৯ জন-সহ মোট ২০ জন হাসপাতালে ভর্তি। এর মধ্যে এক শিশুও রয়েছে।  তবে প্রত্যেকের অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য বিভাগের তরফে রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে। থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গুরুগ্রামের রেস্তোরাঁয় আতঙ্ক, হাসপাতালে ভর্তি ৪! মুখশুদ্ধিতে ড্রাই আইস দাবি অভিযোগকারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল