ঐশ্বন্যা জানান, অপারেশন সিঁদুরের নাম শুনে প্রথমেই কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘এই অভিযানের প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন, তা আমার মতো ২৬ জন নারীর হৃদয় ছুঁয়ে গিয়েছে। নিউজ ১৮-এর সঙ্গে কথোপকথনে ঐশ্বন্যা ছিলেন আবেগপ্রবণ। তিনি বলেন, “শুভম চলে যাওয়ার পর থেকে বাড়িতে কেউ ঘুমায় না। মঙ্গলবার রাতেও আমরা সবাই জেগেছিলাম। এরপর ঘুমাতে যাই, এরপর বাবার মোবাইলে ফোন আসে এবং বলা হয় ভারত ব্যবস্থা নিয়েছে। তারপর আমরা সবাই টিভি খুলে প্রত্যাঘাতের বিষয়ে জানতে পারি। আমরা সারারাত টিভির সামনেই আটকেছিলাম। অপারেশন ‘সিঁদুর’ নাম দেখে কেঁদে ফেলেছিলাম। মোদিজি আমার মতো ২৬ জন মহিলার হৃদয় জুড়ে রেখেছেন।”
advertisement
শুভম দ্বিবেদীর স্ত্রী বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই। আমার পুরো পরিবার তার ওপর বিশ্বাস রেখেছিল এবং যেভাবে সে (পাকিস্তানকে) জবাব দিয়েছে, সে আমাদের আস্থা রক্ষা করেছে। এটাই আমার স্বামীর প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। আমার স্বামী যেখানেই থাকুক না কেন, তিনি আজ শান্তি পাবেন।’
তিনি বলেন, ‘আমি এই অভিযানে জড়িত সবাই, আমাদের সেনা সদস্য এবং অন্যান্যদের ধন্যবাদ জানাতে চাই। এই অভিযানে অংশ নেওয়া আমাদের সৈনিকদের জন্য আমরা রাতভর প্রার্থনা করেছি। আমি আত্মবিশ্বাসী ছিলাম প্রতিশোধ নেওয়া হবে। সন্ত্রাসবাদ যেখানেই থাকুক না কেন, তার অবসান ঘটাতে হবে। আজ যেভাবে পাকিস্তানে ঢুকে সেই জায়গাটা ধ্বংস করেছে, সেটায় প্রমাণিত আমরা পারি। আমি মোদিজিকে ধন্যবাদ জানাব।’