স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, বিপর্যস্ত নর্থ সিকিম। লাচেন, লাচুংয়ে বেড়াতে গিয়ে বিপত্তি। আটকে প্রায় পর্যটকদের ২০০ গাড়ি। আটকে পড়া পর্যটকদের গুরুদ্বারায় ITBP (ইন্দো-তিব্বেতিয়ান বর্ডার পুলিশ) ক্যাম্পে রাখা হয়েছে। লাচুংয়ে আটকে পড়েছেন প্রায় ১ হাজার পর্যটক। ধস সরানোর কাজ শুরু করেছে BRO (বর্ডার রোডস অর্গামাইজেশন)-এর জওয়ানরা। রাস্তা পরিষ্কার হলে চুংথাংয়ে আটকে পড়া পর্যটকদের নামিয়ে আনা হবে গ্যাংটকে।
advertisement
আরও পড়ুনঃ তুমুল কালবৈশাখীর তাণ্ডব, ব্যাপক বজ্রপাত! কোন কোন জেলায় আবহাওয়া বদল? কলকাতায় কী হবে? আবহাওয়ার বড় খবর
আজ শুক্রবার উত্তর সিকিম ভ্রমণে সম্পূর্ণভাবে বন্ধ থাকছে। কোনও পর্যটককে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। যে সব পর্যটকদের কাছে পারমিট ছিল, তা বাতিল করা হয়ে এদিনের জন্য। কোনও পর্যটকদের গাড়ি আজ শুক্রবার যাবে না উত্তর সিকিমের লাচুং, লাচেনের পথে। এদিনও সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে নর্থ সিকিমে।
চরম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে আটকে পড়েছে বহু গাড়ি। বৃহস্পতিবার বিকেল থেকে অবিরাম বৃষ্টি চলছে, তাতেই এই মহা বিপর্যয়। পাহাড়ি ঝোরার জল মূল রাস্তায় উঠে এসেছে, জল থই থই রাস্তা। পারাপারের সময় সেখানেও আটকে পড়ে গাড়ি। তবে চালক সুরক্ষিত। মঙ্গন ও লাচুংয়ের সংযোগকারী রাস্তা। ধস বিধ্বস্ত মুন্সিথাং থেকে কিছুটা ওপরে। তার জেরে উত্তর সিকিম কার্যত বিচ্ছিন্ন।