স্ত্রীর করা বিচ্ছেদের মামলায় সম্মতিসূচক সিলমোহর লাগালো বম্বে হাইকোর্ট ৷ খালি কাগজে সই করিয়ে জোর করে বিয়ে করা হয়েছে বলে ন’বছর আগে আদালতে মামলা করেছিলেন কোলাপুরের এক মহিলা ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তাঁর স্বামী ৷ দু’জনের মধ্যে চলে আইনি লড়াই ৷ মামলা চলাকালীন বিচারপতি এক রায়ে বলেন, বিয়ে যে জোর করে বা ঠকিয়ে করা হয়েছিল তার কোনও প্রমাণ নেই ৷ কেননা যখন বিয়ে হয়েছিল তখন ওই মহিলা ছিলেন প্রাপ্তবয়স্ক ৷ আর তিনি স্নাতক ৷ তাই তাঁকে ভুল বোঝানো সম্ভব নয় ৷
advertisement
বিবাহ বিচ্ছেদের মামলা করলেও স্ত্রীর কোনও দাবি ধোপে টিকছিল না ৷ তবে যেহেতু বিয়ের পরদিন থেকেই তাঁরা একসঙ্গে থাকেন না ৷ এবং তাঁদের মধ্যে যৌন সংসর্গ হয়নি ৷ তাই ঠকানোর প্রমাণ না করতে পারলেও, ‘অপূর্ণতা’র প্রমাণ দিতে পেরেছেন ৷ সেই কারণেই বম্বে হাইকোর্ট তাঁদের বিয়ে বাতিল করল ৷
বিচারপতি জানিয়েছেন, বিবাহের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল, স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত যৌন সম্পর্ক। তার অভাবে বিয়ে অনেকটাই অর্থহীন হয়ে যায় । এমনকী মাত্র একবারও যদি তা ঘটে, তাহলেও বিয়ে সফল বলে ধরে নিতে হবে । এই মামলায় স্বামী যদিও দাবি করেন, যে তাঁদের মধ্যে যৌন সম্পর্ক হয়েছে কিন্তু দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি ৷