TRENDING:

যৌন সংসর্গ হয়নি , ৯ বছরের বিয়ে বাতিল করল বম্বে হাইকোর্ট

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিয়ে হয়েছে নয় বছর হয়ে গেল, তবুও যৌন সংসর্গ হয়নি ৷ আর এই কারণেই বিয়ে বাতিল করল বম্বে হাইকোর্ট ৷
advertisement

স্ত্রীর করা বিচ্ছেদের মামলায় সম্মতিসূচক সিলমোহর লাগালো বম্বে হাইকোর্ট ৷ খালি কাগজে সই করিয়ে জোর করে বিয়ে করা হয়েছে বলে ন’বছর আগে আদালতে মামলা করেছিলেন কোলাপুরের এক মহিলা ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তাঁর স্বামী ৷ দু’জনের মধ্যে চলে আইনি লড়াই ৷ মামলা চলাকালীন বিচারপতি এক রায়ে বলেন, বিয়ে যে জোর করে বা ঠকিয়ে করা হয়েছিল তার কোনও প্রমাণ নেই ৷ কেননা যখন বিয়ে হয়েছিল তখন ওই মহিলা ছিলেন প্রাপ্তবয়স্ক ৷ আর তিনি স্নাতক ৷ তাই তাঁকে ভুল বোঝানো সম্ভব নয় ৷

advertisement

বিবাহ বিচ্ছেদের মামলা করলেও স্ত্রীর কোনও দাবি ধোপে টিকছিল না ৷ তবে যেহেতু বিয়ের পরদিন থেকেই তাঁরা একসঙ্গে থাকেন না ৷ এবং তাঁদের মধ্যে যৌন সংসর্গ হয়নি ৷ তাই ঠকানোর প্রমাণ না করতে পারলেও, ‘অপূর্ণতা’র প্রমাণ দিতে পেরেছেন ৷ সেই কারণেই বম্বে হাইকোর্ট তাঁদের বিয়ে বাতিল করল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

বিচারপতি জানিয়েছেন, বিবাহের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল, স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত যৌন সম্পর্ক। তার অভাবে বিয়ে অনেকটাই অর্থহীন হয়ে যায় । এমনকী মাত্র একবারও যদি তা ঘটে, তাহলেও বিয়ে সফল বলে ধরে নিতে হবে । এই মামলায় স্বামী যদিও দাবি করেন, যে তাঁদের মধ্যে যৌন সম্পর্ক হয়েছে কিন্তু দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
যৌন সংসর্গ হয়নি , ৯ বছরের বিয়ে বাতিল করল বম্বে হাইকোর্ট