নেটওয়ার্ক 18-এর জনমত সমীক্ষা অনুযায়ী, অসমের মোট ১৪ টি লোকসভা আসনের মধ্যে ১২টি-ই পাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট৷ অন্যদিকে, জনমত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস এবং বিজেপি বিরোধী দল ইন্ডিয়া জোট পাচ্ছে শূন্য৷ অন্যদিকে, অসমের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (AIUDF) পেতে পারে ১টি৷ নেটওয়ার্ক 18-এর জনমত সমীক্ষা অনুযায়ী, অসমের বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট (BPF) আসন্ন লোকসভা নির্বাচনে পেতে পারে ১টি আসন৷
advertisement
অপরদিকে, রাজস্থানে ২৫ আসনের ২৫টি আসনই পেতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। ইন্ডিয়ার ভাগ্যে নেই কোনও আসন।
নিউজ ১৮-এর জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, তেলঙ্গানায় এবার ১৭ টি লোকসভা আসনে ৮টি এনডিএ, ৬টি ইন্ডিয়া ও ৩টি আসন অন্যান্য পাবে। অন্যান্যদের মধ্যে বিআরএস ২টি ও আইমিম ১টি আসন পাবে।
ফলে বেশিরভাগ রাজ্যের যখন গেরুয়া ঝড় দেখা যাচ্ছে। ফলে এখন নজর বাংলা ও মহারাষ্ট্রের দিকে।