TRENDING:

New Parliament Building Unveiled | নতুন সংসদ ভবন আসলে কার? বিতর্কের আবহে চমকে দিল মোদির মন্তব্য

Last Updated:

মোদি বলেন, “আজ সংসদ ভবনে সেঙ্গল স্থাপন করা হয়েছে। চোল সাম্রাজ্যে এই সেঙ্গল ন্যায়, সুশাসন এবং সতাতার প্রতীক ছিল। সংসদে যখন অধিবেশন চলবে, এই সেঙ্গলই আমাদের প্রেরণা জোগাবে।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ‘এটি কেবল একটি ভবন নয় বরং ১৪০ কোটি ভারতীয়দের আকাঙ্ক্ষার প্রতীক৷ বিশ্বের অগ্রগতিতে অবদান রাখবে নতুন সংসদ ভবন। নতুন সংসদ ভবনটি হবে আত্মনির্ভর ভারতের নতুন ভোর।’ নতুন সংসদ ভবন উদ্বোধনের পর এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকেই উৎসর্গীকৃত করলেন সেই ভবন৷
নতুন সংসদ ভবনের উদ্বোধনে মোদি
নতুন সংসদ ভবনের উদ্বোধনে মোদি
advertisement

উদ্বোধন অনুষ্ঠান বয়কট করে বিবৃতি জারি করেছিল ২০টি রাজনৈতিক দল। রাষ্ট্রপতিকে দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন করানোর দাবিও তুলেছিল ঐক্যবদ্ধ বিরোধী শিবির। যদিও এরপরেও একাধিক দল সংসদ বিষয়ক মন্ত্রকের আমন্ত্রণ গ্রহণ করে বিবৃতি জারি করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জেডিএস নেতা এইচ ডি দেবগৌড়া জানিয়ে দিয়েছিলেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এই পরিস্থিতিতে বিরোধীদের বড় অংশের অনুপস্থিতি কার্যত অগ্রাহ্য করেই নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

advertisement

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ৷ নতুন সংসদ ভবনে রাখা হল সোনার রাজদণ্ড, প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নতুন সংসদ ভবন উদ্বোধনের মুখে রাজদণ্ড নিয়ে তুঙ্গে উঠেছিল তরজা।বিজেপির তরফে দাবি করা হয়, ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে সেঙ্গল তুলে দিয়েছিল জহরলাল নেহরুর হাতে। ক্ষমতা হস্তান্তরের সময় আদৌ নেহরুর হাতে তুলে দেওয়া হয়েছিল রাজদণ্ড তুলে দেওয়া হয়েছিল কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত ছিলেন ঐতিহাসিকরা। তবে নতুন সংসদ ভবনে পাকাপাকি ভাবে স্থান পেল এই সেঙ্গল। মোদি বলেন, “আজ সংসদ ভবনে সেঙ্গল স্থাপন করা হয়েছে। চোল সাম্রাজ্যে এই সেঙ্গল ন্যায়, সুশাসন এবং সতাতার প্রতীক ছিল। সংসদে যখন অধিবেশন চলবে, এই সেঙ্গলই আমাদের প্রেরণা জোগাবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নতুন সংসদ ভবন, নতুন ভারতের প্রতীক, দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার গোটা বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে, ভারত এগোলেই বিশ্ব এগিয়ে যাবে, নতুন সংসদ ভবনের উদ্বোধন করে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকাল থেকে প্রায় সাত ঘণ্টা ধরে পুজো-যজ্ঞ-সেঙ্গল স্থাপন-ভাষণের মাধ্যমে দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন হল।

বাংলা খবর/ খবর/দেশ/
New Parliament Building Unveiled | নতুন সংসদ ভবন আসলে কার? বিতর্কের আবহে চমকে দিল মোদির মন্তব্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল