TRENDING:

Mamata Banerjee: 'আমাকে শেখানোর দরকার নেই!' বাংলাদেশ নিয়ে মন্তব্যে অখুশি দিল্লি, জবাব দিলেন মমতা

Last Updated:

মুখ্যমন্ত্রীর মন্তব্যে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের বিদেশমন্ত্রক৷ ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সেকথা স্বীকারও করে নেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কয়েকদিন আগেই কলকাতায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশে অশান্তির জেরে কেউ পশ্চিমবঙ্গে আশ্রয় চাইলে তাঁকে ফেরাবে না রাজ্য সরকার৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের বিদেশমন্ত্রক৷ ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সেকথা স্বীকারও করে নেওয়া হয়েছে৷

দিল্লি পৌঁছে অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে চাইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে খুব ভাল ভাবে অবহিত৷ আমি সাত বারের সাংসদ ছিলাম৷ দুবার কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছি৷ বিদেশমন্ত্রকের নীতি আমি অন্যদের থেকে ভাল জানি৷ আমাকে শেখানোর দরকার নেই৷ বরং সঠিক নিয়মগুলি ওরাই শিখে নিক৷’

advertisement

আরও পড়ুন: বয়কট করল বিরোধী শিবির, তিনি কেন নীতি আয়োগের বৈঠকে? দিল্লিতে জবাব দিলেন মমতা

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না, যা বলার ভারত সরকার বলবে৷ তবে বাংলাদেশের কোনও অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখটায় তাহলে আমি তাঁদের আশ্রয় নিশ্চয়ই দেবো।কারণ রাষ্ট্রপুঞ্জেই সিদ্ধান্ত হয়েছে, উদ্বাস্তু হলে তাঁকে পাশের এলাকা সম্মান জানাবে৷ বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও প্ররোচনা, উত্তেজনাতে না যাই৷ ছাত্রছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে, তার প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে৷’

advertisement

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ভাল ভাবে নেয়নি ঢাকা৷ বাংলাদেশের বিদেশমন্ত্রক কূটনৈতিক ভাবেই বিষয়টি নিয়ে ভারতীয় বিদেশমন্ত্রকের কাছে আপত্তি জানায়৷ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই ধরনের মন্তব্যে বিভ্রান্তি বাড়বে৷

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল জানিয়ে দেন, অন্য কোনও রাষ্ট্র সংক্রান্ত যে কোনও বিষয়ই কেন্দ্রীয় সরকারের অধীনস্ত৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: 'আমাকে শেখানোর দরকার নেই!' বাংলাদেশ নিয়ে মন্তব্যে অখুশি দিল্লি, জবাব দিলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল