Election Results 2024 Live Updates: আজ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার ভোট গণনার ফল৷ সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণণা৷ মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখা এবং ঝাড়খণ্ডে ক্ষমতায় ফেরার লড়াই বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের সামনে৷ অন্যদিকে মহারাষ্ট্রে ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদী উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ার পন্থী এনসিপি জোট৷ মহারাষ্ট্রের ২৮৮ আসনের ফল ঘোষণা হবে৷ ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫৷ অন্যদিকে ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনে লড়াই৷ সরকার গড়ার জন্য ঝাড়খণ্ডে চাই ৪১টি আসন৷ বুথ ফেরত সমীক্ষায় অবশ্য দুই রাজ্যেই বিজেপি জোটকে এগিয়ে রেখেছে৷ তবে কয়েকদিন আগে হরিয়ানার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষার ফলকে ভুল প্রমাণিত করে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি৷ মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে বিজেপি লড়েছিল ১৪৯টি আসনে৷ একনাথ শিন্ডের শিবসেনা লড়ে ৮১ আসনে৷ অজিত পাওয়ারের এনসিপি প্রার্থী দিয়েছিল ৫৯টি আসনে৷ অন্যদিকে বিরোধী শিবিরে কংগ্রেস লড়াই করে ১০১টি আসনে, উদ্ধব ঠাকরের শিবসেনা প্রার্থী দিয়েছিল ৯৫টি আসনে, শরদ পাওয়ারের এনসিপি লড়াই করে ৮৬টি আসনে৷ পাশাপাশি সবার নজর থাকবে কেরলের ওয়ানাডের লোকসভা উপনির্বাচনের ফলের দিকেও৷ কারণ ওই কেন্দ্র থেকে এবার প্রথম ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধি৷ পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণাও হবে আজ৷ কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর চব্বিশ পরগণার হাড়োয়া এবং নৈহাটি, বাঁকুড়ার তালড্যাংরা এবং মেদিনীপুর কেন্দ্রের উপনির্বাচনের ফল কি হয়, সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর৷ আরজি কর কাণ্ডের পর এই প্রথম রাজ্যে কোনও নির্বাচনে জনমত কোনদিকে যায়, তা নিয়েই কৌতূহলী রাজনৈতিক মহল৷ এ ছাড়াও কর্ণাটক সহ আরও বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনের ফলাফলও আজ জানা যাবে৷