TRENDING:

Assembly Election Results 2024 Live: মহারাষ্ট্রে গেরুয়া ঝড়, ঝাড়খণ্ড জয়ে মুখ রক্ষা ইন্ডিয়ার! রাহুলকে ছাপিয়ে জয় প্রিয়াঙ্কার

Last Updated:

Maharashtra, Jharkhand Election Results 2024 Live Updates : মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে চলছে ভোট গণনা৷ আজই ভোটের ফল ঘোষণা হবে পশ্চিমবঙ্গ সহ ১৫টি রাজ্যের উপনির্বাচনের৷ ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও জানা যাবে আজ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement

 Election Results 2024 Live Updates: আজ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার ভোট গণনার ফল৷ সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণণা৷ মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখা এবং ঝাড়খণ্ডে ক্ষমতায় ফেরার লড়াই বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের সামনে৷ অন্যদিকে মহারাষ্ট্রে ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদী উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ার পন্থী এনসিপি জোট৷ মহারাষ্ট্রের ২৮৮ আসনের ফল ঘোষণা হবে৷ ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫৷ অন্যদিকে ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনে লড়াই৷ সরকার গড়ার জন্য ঝাড়খণ্ডে চাই ৪১টি আসন৷ বুথ ফেরত সমীক্ষায় অবশ্য দুই রাজ্যেই বিজেপি জোটকে এগিয়ে রেখেছে৷ তবে কয়েকদিন আগে হরিয়ানার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষার ফলকে ভুল প্রমাণিত করে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি৷ মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে বিজেপি লড়েছিল ১৪৯টি আসনে৷ একনাথ শিন্ডের শিবসেনা লড়ে ৮১ আসনে৷ অজিত পাওয়ারের এনসিপি প্রার্থী দিয়েছিল ৫৯টি আসনে৷ অন্যদিকে বিরোধী শিবিরে কংগ্রেস লড়াই করে ১০১টি আসনে, উদ্ধব ঠাকরের শিবসেনা প্রার্থী দিয়েছিল ৯৫টি আসনে, শরদ পাওয়ারের এনসিপি লড়াই করে ৮৬টি আসনে৷ পাশাপাশি সবার নজর থাকবে কেরলের ওয়ানাডের লোকসভা উপনির্বাচনের ফলের দিকেও৷ কারণ ওই কেন্দ্র থেকে এবার প্রথম ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধি৷  পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণাও হবে আজ৷ কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর চব্বিশ পরগণার হাড়োয়া এবং নৈহাটি, বাঁকুড়ার তালড্যাংরা এবং মেদিনীপুর কেন্দ্রের উপনির্বাচনের ফল কি হয়, সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর৷ আরজি কর কাণ্ডের পর এই প্রথম রাজ্যে কোনও নির্বাচনে জনমত কোনদিকে যায়, তা নিয়েই কৌতূহলী রাজনৈতিক মহল৷ এ ছাড়াও কর্ণাটক সহ আরও বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনের ফলাফলও আজ জানা যাবে৷

News18
News18
advertisement
November 23, 20243:18 PM IST

ওয়ানাডে থেকে দাদা রাহুলকে ছাপিয়ে গিয়ে জয় প্রিয়াঙ্কার!

কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে অভিষেকেই বড় জয় পেলেন প্রিয়াঙ্কা গান্ধি৷ ওয়ানাড উপনির্বাচনে ৪ লক্ষের বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি৷ এই কেন্দ্র থেকেই কয়েক মাস আগে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ৩ লক্ষ ৬৫ হাজার ভোটে জয় পেয়েছিলেন রাহুল গান্ধি৷ অভিষেকেই সেই রেকর্ড ভেঙে দিলেন প্রিয়াঙ্কা৷
November 23, 20243:13 PM IST

ঝাড়খণ্ডে দাপুটে জয়ে ইন্ডিয়ার, ক্ষমতায় ফিরছেন হেমন্ত সোরেন!

মহারাষ্ট্রে ধরাশায়ী হলেও ঝাড়খণ্ডে দাপুটে জয় পেয়ে ক্ষমতায় ফিরছে জেএমএম-ইন্ডিয়া জোট৷ ৮১টি আসনের মধ্যে ৫৭টিতেই জয় পেয়েছে তারা৷ এনডিএ জয় পেয়েছে ২৩টি আসনে৷
November 23, 20243:11 PM IST

মহারাষ্ট্রে একপেশে জয় পেয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ, ধরাশায়ী ইন্ডিয়া!

মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে ২২৫টিতেই এগিয়ে রয়েছে বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটি৷ মাত্র ৫৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি-র জোট৷
advertisement
November 23, 202411:51 AM IST

সিতাইয়ে লক্ষাধিক ভোটে জয়ী তৃণমূল!

কোচবিহারের সিতাই কেন্দ্রটি ধরে রাখল তৃণমূল কংগ্রেস৷ এই কেন্দ্র থেকে ১ লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়৷ ফলে উপনির্বাচনে উত্তরবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্র থেকেই জয় পেল রাজ্যের শাসক দল৷
November 23, 202411:52 AM IST

বিজেপি-র থেকে মাদারিহাট ছিনিয়ে নিল তৃণমূল!

বিজেপির হাত থেকে আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস৷ উপনির্বাচনে এই কেন্দ্র থেকে ৩০ হাজারের বেশি ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো৷ ফলে রাজ্য বিধানসভায় আরও শক্তি কমল বিজেপি-র৷
November 23, 202411:03 AM IST

নৈহাটিতে জয়ী তৃণমূল কংগ্রেস!

নৈহাটি কেন্দ্রে জিতে গেলেন তৃণমূল প্রার্থী সনৎ দে৷ ৪৯ হাজার ৯১২ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী৷ পার্থ ভৌমিক সাংসদ হওয়ায় এই আসনে উপনির্বাচন হয়৷ নিজেদের হাতে থাকা আসন ধরে রাখল রাজ্যের শাসক দল৷ কাজ করল না অর্জুন সিং ফ্যাক্টর৷
advertisement
November 23, 202410:30 AM IST

অপরিবর্তিতই থাকবে মহারাষ্ট্র- ঝাড়খণ্ডের ক্ষমতা?

মহারাষ্ট্রে ২৮৮ আসনের মধ্যে ১৯০টিতেই এগিয়ে রয়েছে বিজেপি-একনাথ শিন্ডের শিবসেনার মহাজুটি জোট৷ অন্যদিকে ঝাড়খণ্ডে ৮১টির মধ্যে ৫১টিতেই এগিয়েই রয়েছে কংগ্রেস-জেএমএম-এর ইন্ডিয়া জোট৷
November 23, 202410:18 AM IST

ওয়ানাডে প্রায় ১ লক্ষ ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধি!

কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ৯৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধি৷
November 23, 202410:02 AM IST

ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগারের কাছাকাছি ইন্ডিয়া জোট!

ঝাড়খণ্ডে সরকার গড়তে চাই ৪১ আসন৷ প্রথমে পিছিয়ে পড়লেও এই মুহূর্তে ৩৯ আসনে এগিয়ে রয়েছে জেএমএম-কংগ্রেসের ইন্ডিয়া জোট৷ এনডিএ এগিয়ে রয়েছে ২৯টি আসনে৷
advertisement
November 23, 20249:41 AM IST

সিতাইয়ে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী!

কোচবিহারের সিতাই কেন্দ্রে ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়৷
November 23, 20249:37 AM IST

মাদারিহাটে আরও ব্যবধান বাড়াল তৃণমূল!

আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী!
November 23, 20249:32 AM IST

ঝাড়খণ্ডের জোর টক্করের ইঙ্গিত!

প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঝাড়খণ্ডে ঘুরে দাঁড়াচ্ছে জেএমএম-কংগ্রেস জোট৷ ৮১ আসনের মধ্যে ঝাড়খণ্ডে ১৮টিতে এগিয়ে এনডিএ, ১৬টিতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট৷
advertisement
November 23, 20249:31 AM IST

মেদিনীপুর কেন্দ্রেও এগিয়ে তৃণমূল!

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দ্বিতীয় রাউন্ডের শেষে ৫৮৩৬ ভোটে এগিয়ে তৃণমূল৷
November 23, 20249:28 AM IST

বিজেপির গড়েও এগিয়ে তৃণমূল!

আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রেও দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে বিজেপি-র থেকে প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী৷
November 23, 20249:24 AM IST

ওয়ানাডে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধি!

ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রায় ২৫ হাজার ভোটে এগিয়ে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Election Results 2024 Live: মহারাষ্ট্রে গেরুয়া ঝড়, ঝাড়খণ্ড জয়ে মুখ রক্ষা ইন্ডিয়ার! রাহুলকে ছাপিয়ে জয় প্রিয়াঙ্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল