TRENDING:

Crime News: মায়ের সামনেই বিনা বাধায় প্রকাশ্য রাজপথে তরুণীকে বিবস্ত্র করল ছেলে, কদর্য কাণ্ডে প্রতিবাদের ঝড়

Last Updated:

Crime News: ২৮ বছর বয়সি তরুণী চূড়ান্ত হেনস্থার শিকার হন এক যুবকের হাতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ : মর্মান্তিক ঘটনা হায়দরাবাদের উপকণ্ঠে বালাজী নগরে। অভিযোগ, এই এলাকায় ২৮ বছর বয়সি তরুণী চূড়ান্ত হেনস্থার শিকার হন এক যুবকের হাতে। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় ওই তরুণীর শ্লীলতাহানি করে সে। তার পর বলপূর্বক বিবস্ত্র হতে বাধ্য করে।
নেশাগ্রস্ত অবস্থায় ওই তরুণীর শ্লীলতাহানি করে সে
নেশাগ্রস্ত অবস্থায় ওই তরুণীর শ্লীলতাহানি করে সে
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাত ৮.৩০ নাগাদ জওহর নগর থানা এলাকার বালাজী নগর অঞ্চলে পথচলতি এক তরুণীর পোশাক জোর করে ছিঁড়ে দেয় ওই যুবক। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে রবিবার সন্ধ্যায় এক বস্ত্র বিপণি থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েন ওই তরুণী।

advertisement

অভিযুক্ত যুবক পেড্ডারামাইয়া তরুণীকে অশ্লীল ভাবে স্পর্শ করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতেই পথের মাঝখানে প্রকাশ্যে তরুণীর পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থল দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন আরও এক মহিলা। তিনি ওই নেশাগ্রস্তকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তিনিও অভিযুক্তের রোষের শিকার হন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গ্রেফতার করে যুবককে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলা প্রকাশ্য রাজপথে বেশ কিছু ক্ষণের জন্য বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকেন। তার পর কিছু মহিলা প্লাস্টিকের শিট দিয়ে তাঁকে আবৃত করে দেন। ন্যক্বারজনক এই ঘটনার সময় অভিযুক্ত যুবকের পাশেই ছিলেন তার মা। কিন্তু অভিযোগ তিনি ছেলেকে বাধা দেওয়ার বা ওই তরুণীকে বাঁচানোর কোনও চেষ্টাই করেননি। এই ঘটনার তীব্র সমালোচনা হয়েছে সমাজের সব স্তরে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: মায়ের সামনেই বিনা বাধায় প্রকাশ্য রাজপথে তরুণীকে বিবস্ত্র করল ছেলে, কদর্য কাণ্ডে প্রতিবাদের ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল