TRENDING:

৫ কোটি টাকা জিততে পারেন আপনিও, সুযোগ দিচ্ছে আয়কর দফতর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অর্থের প্রয়োজন কার নেই বলুন তো! একটু আরামে থাকতে তো সবাই-ই চান ৷ হাতের মুঠোয় যদি কোটি টাকা চলে আসে, তবে তো একটু আয়েসের সঙ্গে জীবনটা কাটানো যায় ৷ তাই না? কিন্তু কোটি টাকা আপনাকে কে দেবেন বলুন তো! কোটিপতি হওয়া কি মুখের কথা! তবে এবার আপনিও হয়ে যেতে পারেন পাঁচ কোটি টাকার মালিক ৷ আর এই সুযোগ দিচ্ছে আয়কর দফতর ৷
advertisement

আসলে ব্যাপার কী একটু খোলসা করা যাক ৷ বেনামি সম্পত্তি বা অবৈধ কোনও লেনদেনের নির্দিষ্ট খবর আয়কর দফতরকে দিলেই এক কোটি টাকা পর্যন্ত জেতা যাবে। আর কারও কালো টাকার নির্দিষ্ট হদিশ দিলেই জেতা যাবে পাঁচ কোটি টাকা। শুধুমাত্র নির্দিষ্ট ফরম্যাটে তা পূরণ করে জমা করতে হবে আয়কর দপ্তরের বেনামি প্রহিভিশন ইউনিটে। আর তাহলেই মিলতে পারে বেনামি ট্র‌্যান্স্যাকশন ইনফরম্যান্টস রিওয়ার্ড, ২০১৮ প্রকল্পের মাধ্যমে পাঁচ কোটি টাকা। ১৯৮৮ সালের বেনামি সম্পত্তি লেনদেন আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাজেয়াপ্ত করা হবে বেনামি সম্পত্তি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

এই আইনের সংশোধন হয়েছে ২০১৬ সালে। সেখানে বলা হয়েছে বিদেশে থাকা ব্যক্তিরাও এই পুরস্কার পেতে পারেন যদি সঠিক তথ্য দেওয়া হয় এবং তার ভিত্তিতে হদিশ পাওয়া যায় বেনামি সম্পত্তির। তবে যিনি এই তথ্য দিয়ে সাহায্য করবেন তাঁর পরিচয় গোপন রাখা হবে। তার সঙ্গে যোগ হল বেনামি সম্পত্তির হদিশ দিলে এক কোটি টাকার পুরষ্কার। সব মিলিয়ে অর্থ উপার্জন করার জন্য তৈরি রইল একাধিক পন্থা। তাহলে আর সময় নষ্ট কেন?‌ হয়ে যাওযা যাক কোটিপতি। ‌‌

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৫ কোটি টাকা জিততে পারেন আপনিও, সুযোগ দিচ্ছে আয়কর দফতর