TRENDING:

কুমারস্বামীর শপথে আঞ্চলিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার

Last Updated:

জ্বালানির জ্বালায় জ্বলছে দেশ। এই হাতে গরম ইস‍্যুকে হাতিয়ার করেই মোদি সরকারের বিরুদ্ধে পথে নামছে বিরোধীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: জ্বালানির জ্বালায় জ্বলছে দেশ। এই হাতে গরম ইস‍্যুকে হাতিয়ার করেই মোদি সরকারের বিরুদ্ধে পথে নামছে বিরোধীরা। ২০১৯কে পাখির চোখ করে, কর্নাটক থেকেই তারা চূড়ান্ত করে ফেলল আন্দোলনের রূপরেখা। শুক্রবারই কলকাতায় মিছিল করবে তৃণমূল।
advertisement

কর্নাটকের মুখ‍্যমন্ত্রীর শপথ ৷ এই শপথ অনুষ্ঠান থেকেই দিল্লির মসনদে পরিবর্তন আনার শপথ ৷ দিল্লি থেকে মোদি সরকারকে উৎখাত করতে পথে নামার শপথ। বুধবার, বেঙ্গালুরুতে শপথ-মঞ্চে এককাট্টা হয়ে মোদি-বিরোধীরা দেখালেন তাঁদের শক্তি। যার অন‍্যতম মুখ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। যিনি অনেক দিন আগে থেকেই ফেডারেল ফ্রন্টের পক্ষে সওয়াল শুরু করেছেন। এ দিন শুরুতেই মোদি বিরোধিতার সুরটা বেঁধে দেন তৃণমূলনেত্রী। চন্দ্রবাবু নাইডুকে পাশে দাঁড় করিয়ে ডাক দেন, বিরোধী শক্তিগুলিকে এককাট্টা হয়ে লড়ার।

advertisement

এখানেই থেমে না থেকে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখাও তৈরি করে ফেলেছেন বিরোধীরা। শপথগ্রহণের পর চায়ে পে চর্চায় যোগ দেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ছিলেন মায়াবতী, চন্দ্রবাবু নাইডু, সনিয়া গান্ধি, রাহুল গান্ধিরা। এখানেই ঠিক হয়েছে, জ্বালানির মূল‍্যবৃদ্ধির ইস‍্যুকে হাতিয়ার করে মোদি সরকারের বিরুদ্ধে এবার পথে নামতে হবে।

শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়‍্যার থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মিছিল করবে তৃণমূল ৷ এরপর, শনি ও রবিবার জেলায় জেলায় প্রতিবাদ। একই ভাবে অন‍্য বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিও নিজের নিজের রাজ‍্যে পথে নামবে। তার মধ‍্যে রয়েছে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ‍্য ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বেঙ্গালুরুতে দাঁড়িয়ে বিরোধীদের পাখির চোখ দিল্লি। ২০১৮য় দাঁড়িয়ে তাদের নজর ২০১৯-এ। মোদি সরকারকে ক্ষমতাচ‍্যুত করতে কোনও ইস‍্যুই হাতছাড়া করতে নারাজ বিরোধীরা। কর্নাটকে শপথের দিনেই তাদের শপথ, এবার আন্দোলনের পথে নামার।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কুমারস্বামীর শপথে আঞ্চলিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার