TRENDING:

মাত্র চারদিনে ৩ হাজার নিখোঁজ শিশুকে পরিবারের হাতে তুলে দিল দিল্লি পুলিশ

Last Updated:

রাজধানীর বুকে হারিয়ে যাওয়া ৩ হাজার শিশুর খোঁজ মিলল ৷ সৌজন্যে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম সফটওয়্যার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাজধানীর বুকে হারিয়ে যাওয়া ৩ হাজার শিশুর খোঁজ মিলল ৷ সৌজন্যে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম সফটওয়্যার ৷ এই সিস্টেমের সহায়তাতেই ৩ হাজার হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করল দিল্লি পুলিশ ৷ শুধু উদ্ধার করাই নয় ৷ সেই সমস্ত শিশুদের পরিবারের হাতেও তুলে দেওয়া হল ছোট ছোট শিশুদের ৷ চারদিনেই এই অসাধ্য সাধন করে দেখাল দিল্লি পুলিশ ৷
advertisement

মহিলা এবং শিশুকল্যাণ মন্ত্রকের তরফে হাইকোর্টে একটি এফিডেভিট পেশ করে ৷ এরপরই দিল্লি পুলিশ প্রাথমিকভাবে ৪৫ হাজার শিশুকে খোঁজার জন্য এফআরএস প্রযুক্তি ব্যবহার করে ৷ শহরের বিভিন্ন চিলড্রেন্স হোমে অভিযান চালায় দিল্লি পুলিশের বিশেষ বাহিনী ৷ এই অভিযানের পরই গত ৬ থেকে ১০ এপ্রিল ২,৯৩০ জন শিশুকে চিহ্নিত করে পরিবারের হাতে তুলে দেয় দিল্লি পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

উল্লেখ্য, এখনও অবধি প্রায় সাত লাখ নিখোঁজ শিশুর ছবি ছাপানো হয়েছে চাইল্ড ট্র্যাকিং পোর্টালটিতে ৷ কতজন শিশু নিখোঁজ রয়েছে এবং কতজনকে উদ্ধার করা হয়েছে ৷ এই সংক্রান্ত সমস্ত তথ্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ দিল্লি পুলিশকে এই বিশেষ সফটওয়্যারটি ফ্রি-তে দেওয়ার প্রস্তাব দিয়েছে বাচপান বাঁচাও আন্দোলন স্বেচ্ছাসেবী সংস্থাটি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মাত্র চারদিনে ৩ হাজার নিখোঁজ শিশুকে পরিবারের হাতে তুলে দিল দিল্লি পুলিশ