কর্ণাটকের একটি কলেজের ছাত্রীরা গোয়া যাচ্ছিলেন শিক্ষামূলক ভ্রমণে ৷ আর সেখানেই যে ভিডিও ভাইরাল হল তা নিঃসন্দেহে ভয়ঙ্কর ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে যিনি বাসের ড্রাইভার তিনি বাস চালাচ্ছেন , অন্যদিকে ঠিক তাঁরই পাশে বসে একদল তরুণী , তাঁরা গিয়ার দিচ্ছেন ৷ এটা কতটা ভয়ঙ্কর তা নিয়ে কারোর মনে কোনও সন্দেহ নেই ৷ ড্রাইভিং কোনও ছেলেখেলার জায়গা নয় ৷ সামাণ্য ভুলে হয়ে যেতে পারে জীবনহানির মতো মারাত্মক পরিণতি ৷
advertisement
আরও পড়ুন - ‘২০১১ বিশ্বকাপের ফাইনালে কী করেছিলেন ধোনি’ বিস্ফোরক গৌতম গম্ভীর
এদিকে এই ভিডিও সামনে আসার পর সর্বপ্রথম শাস্তির খাড়া অবশ্য নেমে এসেছে ৷ যে ড্রাইভার কলেজ ছাত্রীদের এই কাজ করতে দিয়েছিলেন তাঁকে সাসপেন্ড করা হয়েছে ৷ ওই ড্রাইভারের লাইসেন্সও বাতিল করা হয়েছে , কারণ যখন কলেজ ছাত্রীরা গিয়ার বদলাচ্ছিল ভিডিওতে পরিষ্কার দেখা গেছে তাতে ড্রাইভারের পুরো সায় ছিল কারণ তিনিই গিয়ার বদল করতে নির্দেশ দিচ্ছিলেন ৷
দেখে নিন মজার ছলে করা বিপদজনক কাজের ভিডিও
আরও দেখুন