প্রয়াত ধর্মেন্দ্র! নব্বই ছোঁয়া আর হল না কিংবন্তি অভিনেতার। ৮৯ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ বলিউড হি-ম্যান অভিনেতার। আচমকা এই খবরে চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সতীর্থরা। খবর প্রকাশ্যে আসতেই প্রথমে মুম্বইয়ের পবন হংস শ্মশানে পৌঁছন অমিতাভ বচ্চন এবং আমির খান। ইতিমধ্যেই প্রিয় তারকার শেষ দর্শন পেতে ভিড় জমতে শুরু করেছে সেখানে। বলিউডের অন্যতম সেরা কিংবদন্তিকে বিদায় জানাতে একত্রিত হয়েছেন ইন্ডাস্ট্রির সবাই। শেষ মুহূর্তের রিয়েল-টাইম আপডেট, তারকাদের প্রতিক্রিয়া, ছবি, ভিডিও এবং শ্রদ্ধাঞ্জলির প্রতি মুহূর্তের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার পাতায়।
শ্বাসকষ্টের চিকিৎসার পর সম্প্রতি ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ধর্মেন্দ্রকে। ধর্মেন্দ্র বাড়িতেই সুস্থ হয়ে উঠছিলেন বলে জানা যায় সাম্প্রতিক আপডেট। তবে, সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তাঁর অবস্থার অবনতি হয়, যার ফলে জরুরি চিকিৎসার প্রয়োজন হয়।
এই মাসের শুরুতে অনলাইনে মিথ্যা মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর ধর্মেন্দ্রর পরিবার হতাশা প্রকাশ করার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটল। তার সন্তান সানি এবং এশা জনসাধারণকে যাচাই না করা খবর না ছড়ানোর জন্য অনুরোধ করেছিলেন। ধর্মেন্দ্র হিন্দি সিনেমার সবচেয়ে আইকনিক এবং প্রিয় তারকাদের একজন, যিনি শোলে, চুপকে চুপকে, ড্রিম গার্ল, ধরম বীর এবং মেরা গাঁও মেরা দেশ-এর মতো অবিস্মরণীয় ছবিতে অভিনয়ের জন্য স্মরণীয়।
সোমবার দুপুরে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে আচমকাই বাড়ানো হল নিরাপত্তা। হেমা মালিনি, সানি দেওল, ববি দেওল, এষা দেওল-সহ শ্মশানে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানের মতো তারকারাও। যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রকে নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহরের শোকবার্তায় কিংবদন্তির অভিনেতার মৃত্যুর গুঞ্জন নিয়ে দিশেহারা ভক্তমহল।
