প্রয়াত ধর্মেন্দ্র! নব্বই ছোঁয়া আর হল না কিংবন্তি অভিনেতার। ৮৯ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ বলিউড হি-ম্যান অভিনেতার। আচমকা এই খবরে চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সতীর্থরা। খবর প্রকাশ্যে আসতেই প্রথমে মুম্বইয়ের পবন হংস শ্মশানে পৌঁছন অমিতাভ বচ্চন এবং আমির খান। প্রিয় তারকার শেষ দর্শন পেতে ভিড় জমতে শুরু করে সেখানে। বলিউডের অন্যতম সেরা কিংবদন্তিকে বিদায় জানাতে একত্রিত হন ইন্ডাস্ট্রির সবাই। শেষ মুহূর্তের রিয়েল-টাইম আপডেট, তারকাদের প্রতিক্রিয়া, ছবি, ভিডিও এবং শ্রদ্ধাঞ্জলির প্রতি মুহূর্তের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার পাতায়।
শ্বাসকষ্টের চিকিৎসার পর সম্প্রতি ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ধর্মেন্দ্রকে। ধর্মেন্দ্র বাড়িতেই সুস্থ হয়ে উঠছিলেন বলে জানা যায়। তবে, সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তাঁর অবস্থার অবনতি হয়, যার ফলে জরুরি চিকিৎসার প্রয়োজন হয়।
বর্ষীয়াণ অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে তাঁর পোস্টে লেখেন, ‘ধর্মেন্দ্র জির প্রয়াণ ভারতীয় সিনেমার এক যুগের সমাপ্তি। তিনি ছিলেন এক কিংবদন্তি চলচ্চিত্র তারকা, এক অসাধারণ অভিনেতা, যিনি তাঁর প্রতিটি চরিত্রকে আকর্ষণীয় এবং গভীর করে তুলেছিলেন। এই শোকের মুহূর্তে, তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের সঙ্গে রয়েছে আমার সমবেদনা। ওঁ শান্তি।’
ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আজ মুম্বইয়ে কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, পরিজন, ভক্ত এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
এই মাসের শুরুতে অনলাইনে মিথ্যা মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর ধর্মেন্দ্রর পরিবার হতাশা প্রকাশ করে। পুত্র সানি দেওল, কন্যা এষা দেওল জনসাধারণকে যাচাই না করা খবর না ছড়ানোর জন্য অনুরোধ করেছিলেন সেই সময়। হিন্দি সিনেমার সবচেয়ে আইকনিক এবং প্রিয় তারকাদের একজন ধর্মেন্দ্র শোলে, চুপকে চুপকে, ড্রিম গার্ল, ধরম বীর, মেরা গাঁও মেরা দেশ-এর মতো অবিস্মরণীয় ছবিতে অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
সোমবার দুপুরে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে আচমকাই বাড়ানো হয় নিরাপত্তা। হেমা মালিনি, সানি দেওল, ববি দেওল, এষা দেওল-সহ শ্মশানে পৌঁছন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানের মতো তারকারাও। যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রকে নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
