TRENDING:

পিগি ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে ১ কোটি টাকা জমাল শিশুরা

Last Updated:

মধ্যপ্রদেশ সরকারের শিশুদের জন্য স্বল্পসঞ্চয় প্রকল্পে মিলল বিপুল সাফল্য ৷ ছিন্দওয়াড়া জেলায় এই প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয়ে হয়ে উঠেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ছিন্দওয়াড়া: মধ্যপ্রদেশ সরকারের শিশুদের জন্য স্বল্পসঞ্চয় প্রকল্পে মিলল বিপুল সাফল্য ৷ ছিন্দওয়াড়া জেলায় এই প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয়ে হয়ে উঠেছে ৷ জানা গিয়েছে, গত ১১ বছরে ৬,০০০ শিশু পিগি ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে মোট ১ কোটি টাকা জমা করেছে ৷
advertisement

আরও পড়ুন: বিমানবন্দরে হস্তমৈথুন, দিল্লি থেকে গ্রেফতার এনআরআই প্রৌঢ়

ছিন্দওয়াড়া জেলার সমবায় ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ অফিসার কৃষ্ণকুমার সোনি জানিয়েছেন, ‘২০০৭ সালে Arunodaya Gullak Yojana লঞ্চ করার পর থেকে প্রায় ৬,০০০ শিশু পিগি ব্যাঙ্কে ১ কোটি টাকা জমা করেছে ৷ ২৬টি সমবায় ব্যাঙ্কের বিভিন্ন শাখা থেকে শিশুদের পিগি ব্যাঙ্ক দেওয়া হয়।’

advertisement

আরও পড়ুন: বুধে মুখ‍্যমন্ত্রী পদে শপথ, তার আগে আজ সনিয়া ও রাহুল গান্ধির সঙ্গে বৈঠক কুমারস্বামীর

তিনি আরও জানান, এই ডিপোজিটের উপরে ব্যাঙ্ক উচ্চশিক্ষা, ব্যবসা, বিয়ের জন্য লোন দিচ্ছে ৷ এই প্রকল্পটি শিশুদের বাবা-মা তাদের জন্মের পর থেকেই মাত্র একটাকা দিয়ে খুলতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

পিগি ব্যাঙ্কের দুটি চাবি থাকে ৷ একটি চাবি থাকে ব্যাঙ্কের কাছে এবং একটি চাবি দেওয়া হয় শিশুটিকে। প্রতি মাসে টাকা দেওয়ার সময় পিগি ব্যাঙ্ক খোলা হয় ৷ দুটি চাবি এক সঙ্গে ব্যবহার করলে তবেই পিগি ব্যাঙ্ক খোলা যায় ৷ এই প্রকল্পে আট শতাংশ হারে সুদ দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পিগি ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে ১ কোটি টাকা জমাল শিশুরা