TRENDING:

Accident: রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! উল্টে গেল নৌকাে, জলে ডুবে মৃত ১

Last Updated:

Accident: সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ বিপত্তি৷ নৌকাটি হঠাৎ উলটে যায় এবং এর ফলে নৌকায় থাকা সাতজনই জলের মধ্যে পড়ে যায়। ছয়জনকে উদ্ধার করা গিয়েছে। মৃত্যু হয়েছে একজনের৷

advertisement
উন্নাও: উত্তর প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। উন্নাও জেলার একটি হ্রদে সেলফি ও রিল ভিডিও বানাতে গিয়ে বিপত্তি। গভীর জলে নৌকা ডুবে গিয়ে ১৪ বছর বয়সী এক কিশোর মারা গিয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! উল্টে গেল নৌকাে, জলে ডুবে মৃত ১
রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! উল্টে গেল নৌকাে, জলে ডুবে মৃত ১
advertisement

পুলিশের মতে, ঘটনাটি ঘটেছে জাজমাউ পুলিশ ক্যাম্পের অন্তর্গত রতিরাম পুর্বা এলাকার গঙ্গাঘাট কটওয়ালির কাছে। সাতজন কিশোর নৌকায় আনন্দ উপভোগ করছিল। তারা নৌকোর মধ্যে সেলফি ও রিল ভিডিও তৈরি করছিল৷

আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং-এ বারবার ফেল, বকা খেতেই মা বাবাকে চরম শাস্তি দিল গুনধর ছেলে! জানুন ঘটনাটি

সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ বিপত্তি৷ নৌকাটি হঠাৎ উলটে যায় এবং এর ফলে নৌকায় থাকা সাতজনই জলের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, মহতাব আলমের একমাত্র পুত্র উমর তার বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে নৌকাটি উলটে যায়। চেঁচামেচি শুনে অনেক লোক চলে আসে৷ প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী দল দ্রুত ছয়জন কিশোরকে উদ্ধার করে।

advertisement

জাজমাউ পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাহুল সিং জানান, “রতিরাম পুর্বা থেকে সাতজন কিশোর, যাদের প্রত্যেকেরই বয়স ২০-এর নীচে — উমর (১৪), আমান (১৫), রাজা (১৬), রিপু (১৪), অংশু (১৫), কেশান (১৭), ও মানিশ (১৪) নৌকায় আনন্দ উপভোগ করছিল।”

আরও পড়ুন: হাড়হিম করা ঘটনা! প্রতিবেশীকে খুন করে মাথা নিয়ে থানায় আত্মসমর্পণ বাপ-ছেলের, জানুন…

advertisement

তিনি আরও বলেন, “ভিডিও ও রিল বানানোর সময় তারা সবাই উঠে দাঁড়িয়েছিল৷ আর সেটার জন্যই ব্যালেন্স হারিয়ে যায় নৌকার৷ সেটি ভারসাম্য হারিয়ে উলটে যায়। ছয়জনকে স্থানীয়রা ও ডাইভাররা উদ্ধার করলেও উমর নামের একটি ছেলে গভীর জলে আটকে যায়।”

সেরা ভিডিও

আরও দেখুন
আগুন ও লোহার সঙ্গেই চলছে জীবনের সংগ্রাম! লৌহশিল্পীদের টিকে থাকার কঠিন লড়াই
আরও দেখুন

জানা গিয়েছে, উমরকে শেষমেশ উদ্ধার করা হলেও, বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল৷ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Accident: রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! উল্টে গেল নৌকাে, জলে ডুবে মৃত ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল