TRENDING:

তৃণমূল ছাত্রনেতা খুনে গ্রেফতার অভিযুক্ত মুন্না খান, শাস্তির দাবিতে বনধের ডাক কোচবিহারে

Last Updated:

তৃণমূল ছাত্রনেতা মজিদ আনসারিকে খুনের ঘটনায় অভিযুক্ত মুন্না খানকে গ্রেফতার করল পুলিশ ৷ কোচবিহারে কলেজ ছাত্র আনসারির খুনের ঘটনাকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা জেলা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
:#কোচবিহার: তৃণমূল ছাত্রনেতা মজিদ আনসারিকে খুনের ঘটনায় অভিযুক্ত মুন্না খানকে গ্রেফতার করল পুলিশ ৷ কোচবিহারে কলেজ ছাত্র আনসারির খুনের ঘটনাকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা জেলা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে যাতে জেলাজুড়ে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ৷
advertisement

গত ১৩ জুলাই ঘটনাটি ঘটে ৷ টিএমসিপির কোচবিহার কলেজ শাখার আহ্বায়ক মজিদ খুনে অভিযুক্তের তালিকাতে প্রথম থেকেই ছিল মুন্না খান ৷ বুধবার রাতে মজিদের মৃত্যুর পরই পুলিশ তদন্তে নামে ৷ তদন্তের পরই গতকাল রাতে অভিযুক্তকে আটক করে পুলিশ ৷ কোচবিহারের রেল গুমটি থেকে গ্রেফতার করা হয় তাকে ৷ রাতভর জেরার পর শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ ৷

advertisement

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রসঙ্গত, কোচবিহারের ছাত্রপরিষদ কার অধীনে থাকবে ? সেই নিয়েই দীর্ঘদিন বিবাদ চলছিল তৃণমূল ছাত্র পরিষদ নেতা অভিজিৎ দে এবং শুভজিৎ কুণ্ডের মধ্যে ৷ শুভজিৎ ছিলেন দলের কাউন্সিল ৷ অভিযুক্ত মুন্না শুভজিৎ কুণ্ডুর গোষ্ঠীর সদস্য বলে জানা গিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

এদিকে ছাত্র খুনের প্রতিবাদে আজ সকাল থেকেই কোচবিহারে বনধের ডাক দিয়েছে অরাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা ৷ কোচবিহারে বেসরকারি বাস চলছে না ৷ পুলিশি পাহারায় চলছে সরকারি বাস ৷ শহরের সমস্ত দোকানপাট এবং বাজারও বন্ধ রয়েছে ৷ সূত্রের খবর, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ঘনিষ্ঠ ছিল মুন্না খান ৷ সেই কারণে বিক্ষোভরত জনতারা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধেও স্লোগান তুলছে ৷ বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তৃণমূল ছাত্রনেতা খুনে গ্রেফতার অভিযুক্ত মুন্না খান, শাস্তির দাবিতে বনধের ডাক কোচবিহারে