আরও পড়ুন ব্রাজিল জয়ের উন্মাদনায় মাতোয়ার ফ্যান,সুপারহিট ‘টপলেস’ সাম্বা সুন্দরীরা
এই তথ্য সামনে এনেছে আর্ন্তজাতিক সোশ্যাল মিডিয়া অ্যানালেটিক্স কোম্পানি সোশ্যালবেকার্স ৷ জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক যেমন ফেসবুক, ট্যুইটর, ইনস্টাগ্রামে চর্চার শিরোনামে মেসিই ৷ প্রায় ৭৩লক্ষ মানুষ মেসিকে নিয়েই আলোচনা করছেন ৷ এরপরেই রয়েছেন পল পোগবা ৷ তাঁকে নিয়ে চর্চায় ৬৩লক্ষ মানুষ ৷ নেট দুনিয়ায় এদের থেকে অনেকটা কম আলোচিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ৩৩লক্ষ নেটিজেনের কথাবার্তায় উঠে আসছে সিআরসেভেনের নাম ৷
advertisement
বিশ্বকারপের বাজারে নেট দুনিয়ায় কে কোন জায়গায়? দেখুন ---
১) লিয়োনেল মেসি (আর্জেন্টিনা)
২) পল পোগবা (ফ্রান্স)
৩) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)
৪) মার্কুস রাশফোর্ড (ইংল্যান্ড)
৫) হ্যারি কেন (ইংল্যান্ড)
৬) অ্যান্তোনিয় গ্রিজম্যান (ফ্রান্স)
৭) নেইমার (ব্রাজিল)
৮) রাফায়েল ভার্নে (ফ্রান্স)
৯) মহম্মদ সালাহ (মিশর)
১০) নগোলো কাটে (ফ্রান্স)
২০১৮র ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবলারদের সোশ্যাল মিডিয়ার তথ্য বিচারেই এই পরিসংখ্যান সামনে এসেছে ৷
আরও পড়ুন নেইমারের বান্ধবীর অন্তর্বাসের রঙ জানেন, জানালেন ব্রুনাই