কমিটিতে তিনজন রয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিকরি ও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খারগে৷ তাঁর দাবি, মানুষ জানুক আগে কী ঘটেছে৷ তারপর নিজেরাই উপসংহার তৈরি করুক৷ প্রসঙ্গত, তিন সদস্যের কমিটিতে একমাত্র কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগেই অলোক ভার্মাকে সরানোর বিরুদ্ধে ভোট দেন৷
একটি চিঠিতে কংগ্রেস নেতার গুরুতর অভিযোগে তিনি বলেছেন, 'সরকারের এমন ভাবে বিষয়টায় হস্তক্ষেপ করল, যার জেরে দেশের আইন ব্যবস্থা অসম্মানিত হয়েছে৷' মল্লিকার্জুনের দাবি, অলোক ভার্মার বিরুদ্ধে ১০টি অভিযোগ করা হয়েছিল৷ যার মধ্যে ৬টি অভিযোগের কোনও ভিত্তি নেই৷ ৪টির তদন্ত প্রয়োজন৷ তাঁর বক্তব্য, উচ্চ পর্যায়ের কমিটির উচিত ছিল ২৩ অক্টোবরই অভিযোগগুলির তদন্তের নির্দেশ দেওয়া৷
advertisement
Location :
First Published :
January 15, 2019 1:42 PM IST