তবে সম্প্রতি একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এই চেনা পরিচিত ছবিটা বদলে গেছে ৷ আসলে এখন দিনকাল অনেকটা বদলেছে, যেখানে মেয়েরা আর শ্বশুরবাড়ি গেলে শুধু সেখানেরই হয়ে থাকে না ৷ এখন দুটি পরিবার নিয়ে একসঙ্গে জীবনের পথে এগিয়ে যায় ৷ তাই এখন মেয়েরা মনের আনন্দে নিজের বিয়েতে নাচে, হাসতে হাসতে শ্বশুর বাড়ি যায় ৷
advertisement
আরও পড়ুন - অনস্ক্রিনে চুমু থেকে নগ্নতা- না করে দিয়েছেন বলিউডের এই ‘Hot’ তারকারা
এবার দেখা গেল কীভাবে ভাই নিজের বোনকে বিদাই করছেন ৷ হাসতে হাসতে তিনি বলছেন , ‘যা যা তাড়াতাড়ি যা ’ শুরুতে দেখা যাচ্ছে জামাই মাথা নিচু করে পা ছুঁচ্ছেন ৷ তারপর একজন তরুণ নববধূকে বলছে যা যা তাড়াতাড়ি যা৷ এরপর বোন যখন যাচ্ছে তখন গোটা পরিবারের মুখে হাসি ভর্তি ৷ ভাই আবার বলছেন একবার পিছন ঘুরে দেখে তো নে ৷ বোন দেখছে কিনা সেটা দেখা না গেলেও ভাইয়ের ভঙ্গিতে বোঝা যাচ্ছে বোন তাঁর ভাইয়ের কথা রাখল ৷
এই ভিডিওটি আশু সাইনি নামের একটি Tiktok হ্যান্ডেল থেকে আপলোড হয়েছিল ৷ যার ভিউ লক্ষ লক্ষ ৷ এই অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা প্রায় ১৯ হাজার ৷ এই ভিডিও প্রচলিত বিয়ের বিদায়ের দৃশ্য ভেঙে দিয়ে এক নতুন ট্রেন্ড তৈরি করেছে ৷ যেখানে হাসতে হাসতে নতুন জীবনের অধ্যায়ে প্রবেশ করেছেন ৷
আরও দেখুন