আসানসোলের পৈতন্ডী বাড়ির পুজো প্রায় ৫০০-৬০০ বছরের পুরনো। অন্যান্য পুজো মণ্ডপ বা বাড়ির পুজোয় ঘড়িতে সময় দেখে শুরু হয়। কিন্তু এই পৈতন্ডী বাড়িতে ব্যবহার করা হয় জলঘড়ি। এখানে জলঘড়ি দেখেই অষ্টমীর পুজো শুরু হয়। বাড়ির সদস্য হারাধন পৈতন্ডী বলেন ”আমাদের এখানে ১৫ দিন আগেই পুজো শুরু হয়ে যায়। দেওয়া হয় ভোগ, সন্ধ্যারতি। বাড়ির সদস্যরা বাইরে থাকেন। তাঁরাও পুজোর সময় বাড়ি ফেরেন। আমাদের এখানে অষ্টমীতে ঘড়ি ধরে পুজো হয় না। তামি অর্থাৎ জলঘড়ি দেখে পুজো শুরু হয়।”
advertisement
প্রায় ৫০০-৬০০ বছর আগে পুজো শুরু হয়েছিল। রীতিনীতি মেন নিষ্ঠার সঙ্গে এখনও পুজো হয়ে আসছে। জানা যায়, কাশিম বাজারের রাজার নির্দেশেই জলঘড়ি দিয়ে অষ্টমীর পুজোর সূচনা হয়েছিল। তখন থেকেই এই নিয়ম চলে আসছে। সন্ধিপুজো শুরু ও শেষ হয় জলঘড়ির মাধ্যমেই। এখানে মা দুর্গাকে সপ্তমীতে অন্নর সঙ্গে ডাল, কুমড়ো তরকারি, পালং শাক, পরামান্য দিয়ে ভোগ নিবেদন করা হয় । অষ্টমীতে ক্ষীর ও খিচুড়ির ভোগ দেওয়া হয়, নবমীতে পোলাও, বিভিন্ন রকম ভাজা, মিষ্টান্ন পরমান্য দেওয়া হয় এবং দশমীতে লুচি, মিষ্টি, চিড়ে, দই দিয়ে ভোগ নিবেদন করা হয়।