TRENDING:

Puja Special Recipe: বাড়িতে বানানো মাংস 'গোলবাড়ি'র মতো হয় না? আফসোস ছাড়ুন, রইল 'গোলবাড়ির মটন'-এর সিক্রেট রেসিপি

Last Updated:

হেলথ কনশাস বাঙালি বাড়িতে ইদানীং মটনের রেওয়াজ কমেছে! তবে পুজোর দিনে এক-আধবার পাঁঠা হবেই! আর সেটা যদি গোলবাড়ির কষা মাংস হয়, তবে তো কথাই নেই! নাহ, এবার আর গোলগাড়ির কষা মাংস খেতে গোলবাড়ি ছুটতে হবে না! বাড়িতেই বানিয়ে নিন এই গোলবাড়ির কষা মাংস! রইল সিক্রেট রেসিপি--

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নরম, তুলতুলে মাংস। গাঢ় খয়েরি রং, গরম মশলার সুগন্ধ। পুরনো কলকাতার গন্ধ মাখা যে ক’টা বিখ্যাত মাংসের দোকান রয়েছে, তারমধ্যে আজও শীর্ষে শ্যামবাজারের ‘গোলবাড়ির কষা মাংস’ । নাম ‘গোলবাড়ি’ হলেও বাড়িটি কিন্তু মোটেও গোল নয়। শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে বিধানসরণির রাস্তায় পড়বে এই দোকান। ছোট্ট দোকানে রোজ উপচে পড়া ভিড়। গোলবাড়ির কষা মাংস আর শুধু একটা পদ নয়, এ যেন ইমোশন আর নস্টালজিয়ার ককটেল!
Puja Special Recipe
Puja Special Recipe
advertisement

হেলথ কনশাস বাঙালি বাড়িতে ইদানীং মটনের রেওয়াজ কমেছে! তবে পুজোর দিনে এক-আধবার পাঁঠা হবেই! আর সেটা যদি গোলবাড়ির কষা মাংস হয়, তবে তো কথাই নেই! নাহ, এবার আর গোলগাড়ির কষা মাংস খেতে গোলবাড়ি ছুটতে হবে না! বাড়িতেই বানিয়ে নিন এই গোলবাড়ির কষা মাংস! রইল সিক্রেট রেসিপি–

গোলবাড়ির কষা মাংস বানাতে লাগবে–

advertisement

৫০০ গ্রাম মটন

২ টেবিল চামচ কাঁচা পেঁপের রস

১ টেবিল চামচ করে আদা, রসুন ও লঙ্কা বাটা

সর্ষের তেল

দই এক বাটি

১ চা-চামচ ধনে গুঁড়ো

১ চা-চামচ হলুদ গুঁড়ো

আধ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

ভাজা পেঁয়াজ(বেরেস্তা)

দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ

৮-১০ টি গোলমোরিচ

১/৪ অংশজায়াফল ও জত্রৈ

advertisement

২-৩ টে তেজপাতা

নুন

চায়ের লিকার

ঘি অথবা মাখন

প্রথমে মাংস ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার একটি বাটিতে মাংসের মধ্যে পেঁপের রস, আদা-রসুন-শুকনো লঙ্কা বাটা এবং এক চামচ সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে নিন। এবার মাংস ঢেকে সারারাত বা অন্তত ৩-৪ ম্যারিনেশনের জন্য ফ্রিজে রাখুন।

বেরেস্তা বানানোর জন্য একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। এবার তার মধ্যে পেঁয়াজ কুচিট দিয়ে ভাজুন। যতক্ষণ না বাদামি রঙ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজুন। পেঁয়াজ ভাজার পর তা ঠান্ডা করুন। এবং বেটে নিন। অন্যদিকে মশলা তৈরির সমস্ত উপকরণগুলি একটি শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিন। দারচিনি,ছোট এলাচ এবং তেজপাতাটা একটু আলাদা করে শিলে বা হামানদিস্তায় পিষে নিন। অন্য একটি পাত্রে দই নিয়ে তার মধ্যে একে-একে ধনেগুঁড়ো,হলুদগুঁড়ো,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দই ফেটিয়ে নিন।

advertisement

মশলা থেকে তেল বেরতে শুরু করলে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভাল করে মেশান। আঁচ বাড়িয়ে, ঢাকা দিয়ে রান্না করুন। মাংসটা আরও একটু নাড়াচাড়া করে ১০-১৫ মিনিটের জন্য আবার কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিন। মটন থেকে একটু জল বার হতে শুরু করলে এর মধ্যে স্বাদমতো নুন ও চিনি যোগ করুন। ঢাকা দিয়ে ৩০-৪০ মিনিট মতো দমে বসান। মাথায় রাখবেন একেবারে কম আঁচে পুরো রান্নাটা করতে হবে তবেই একদম গোলবাড়ির মতো টেক্সচার আসবে।

advertisement

এবার গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে তেল গরম করে নিন। ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ৩-৪মিনিটের জন্য কষিয়ে নিন। এবার তার মধ্যে আদা,রসুন,কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও ২ মিনিট মতো কষিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ফেটানো টক দইয়ের মিশ্রণটা এবং খানিকটা জল দিয়ে দিন। আঁচ কমিয়ে রাখুন যাতে মশলাটা মিশে যায়। মশলা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা এবং বেরেস্তা দিয়ে দিন। এবার গোটা মিশ্রণটি ভালো করে কষিয়ে নিন। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে যান।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মটন সেদ্ধ হয়ে এলে তাতে চায়ের লিকার মেশান এবং ১০ মিনিট আরও ঢাকা দিয়ে রাখুন। এরপর এক চামচ ঘি বা মাখন মিশিয়ে নিন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja Special Recipe: বাড়িতে বানানো মাংস 'গোলবাড়ি'র মতো হয় না? আফসোস ছাড়ুন, রইল 'গোলবাড়ির মটন'-এর সিক্রেট রেসিপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল