TRENDING:

জানেন কি আর কতদিন বাকি মহালয়ার ? না জানলে জেনে নিন . . .

Last Updated:

অপেক্ষার আর ৯৯দিন ৷ হ্যাঁ আজ থেকে মহালয়ার দূরত্ব আর মাত্র ৯৯ দিনের ৷ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনা ৷ বাঙালির জীবনে মহালয়ার এক গুরুত্ব বা মাধুর্য আছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অপেক্ষার আর মাত্র ৯৯ দিন ৷ হ্যাঁ আজ থেকে মহালয়ার দূরত্ব মাত্র ৯৯ দিনের ৷ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনা ৷ বাঙালির জীবনে মহালয়ার এক গুরুত্ব বা মাধুর্য আছে ৷ সেই গরুর গাড়ির সময়ের থেকে আজকের ফোর জি যুগে বিন্দুমাত্র ম্লান হয়নি মহালয়ার বন্দনা ৷ ইউটিউব বা অন্য সূত্র থেকে যতই ডাউনলোড করা হোক না বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে চণ্ডীপাঠ ৷ সময়ে অসময়ে শুনতে তা মন্দ লাগেনা ৷
advertisement

এ বছরের মহালয়া তিথি ৮ অক্টোবরে পড়েছে ৷ তবে মহালয়ার দিনে কাকভোরে উঠে জাগো তুমি জাগো আকাশবাণী থেকে সরাসরি প্রচারিত প্রিয় কণ্ঠস্বর শোনার জন্য যে যেমন পারেন ঠিক তেমন পোজেই সূচনা করেন দেবীপক্ষের, বাকিরা কেউ আধ ঘুম অবস্থায়, বা কেউ কেউ চোখ কচলাতে কচলাতে শুনতে থাকেন মহিষাসুরমর্দিনী ৷

বাঙালির মহালয়ার জন্য দিন গোনা শুরু হয় ঠিক বিজয়া দশমীর দিন থেকেই ৷ অঙ্কের হিসেবে সে যতই ৩৫৪-৫৫ দিন যতই হোক না কেন প্রতি মুহূর্তই যেন একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে শুরু করে মহালয়ার কাছে ৷ মহালয়ার মানেই পুজোর ঢাকে কাঠি ৷ এই দিনই শুরু হয় দেবীর চক্ষুদান ৷ এই সব কিছুই জানন দেয় পুজোর আর মাত্র কটা দিন ৷

advertisement

আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে পুজোর গন্ধ ৷ সকাল শুরু হয় পিতৃতর্পণ, গঙ্গাস্নান দিয়েই ৷ নীল আকাশে মেঘের ভেলা, পাড়ার মাঠে পুজোর প্যান্ডলের বাঁশ বাঁধার আওয়াজ, শিউলি ফুলের মিষ্টি গন্ধ, ছোট ছোট ছেলে মেয়েদের পুজো নিয়ে বাড়তি উন্মাদনা, উৎসাহ, ওলিতে গলিতে শহরতলিতে পুজোর কেনাকাটায় মানুষের ব্যস্ততা, পুজো স্পেশ্যাল সাজসজ্জা, সেলুন বা বিউটি পার্লারের উপচে পড়া ভিড়, লাস মিনিটের বিউটি কেয়ারে সেজে ওঠেন শহর ও শহরতলির মোহময়ী লাস্যময়ীরা, এই সবই জানান দেয় মহালয়া আজ হলেও পুজো প্রায় এসে গিয়েছে ৷ স্কুল-কলেজে ছুটি ছুটি গন্ধ, প্রাইভেট টিউশান বাঙ্ক, লুকিয়ে বয়ফ্রেন্ডকে প্রমিস করা পুজোর কটা দিন হয়ে উঠবে শুধুই তাদের দিন ৷ সব মিলিয়ে মিশিয়ে যেন পুজোর গন্ধে বুঁদ হয়ে যাওয়া মানুষের কাছে সহে না আর এই অপেক্ষা ৷

advertisement

অবশ্য খুঁটি পুজো থেকেই শুরু হয়ে যায় পুজোর কাউন্টডাউন ৷ মূলত রথযাত্রার দিন থেকেই শুরু হয় খুঁটিপুজো ৷ মহালয়া মানে মনে করিয়ে দেওয়া এবারও হবে পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, থিমের লড়াই ৷ সেজেগুজে প্যান্ডেলে প্যান্ডেলে হলুদ শাড়ি হালকা ঝাড়ি ৷ পুজো মানেই খুঁজে পাওয়া প্রথম প্রেম, পুজো মানেই প্রথম প্রেমে পড়া ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পুজোর আনন্দে শহরতলি থেকে ঝেঁটিয়ে শহরে আসা প্রবল উৎসাহী মানুষের ভিড়ে কোথায় যেন হারিয়ে যায় জীবনের নানান দুঃখ, যন্ত্রণা ও না পাওয়ার হাহাকার ৷ বাঙালির এই চারটি দিনই যেন লিখে যায় স্বপ্নপূরণের রূপকথা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জানেন কি আর কতদিন বাকি মহালয়ার ? না জানলে জেনে নিন . . .